কুড়িগ্রামে পাসপোর্ট করতে গিয়ে ধরা দুই রোহিঙ্গা তরুণী

নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৩ | ১৬:৪৫ | আপডেট: ১৯ জানুয়ারি ২০২৩ | ১৬:৪৫
অবৈধভাবে জন্ম সনদ বানিয়ে পাসপোর্ট করতে গিয়ে আটক হয়েছেন দুই রোহিঙ্গা তরুণী। আজ বৃহস্পতিবার কুড়িগ্রাম পাসপোর্ট অফিস থেকে তাঁদের আটক করা হয়। তাঁরা হলেন- খুরশিদা আক্তার ও হাসিনা আক্তার বেবি।
কুড়িগ্রাম আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপসহকারী পরিচালক কবির হোসেন জানান, দুপুরে হাসিনা আকতার ও আদিজা আক্তার ওরফে খুরশিদা পাসপোর্টের আবেদন করতে আসেন। তাঁদের কথাবার্তায় সন্দেহ হলে সদর থানা পুলিশকে বিষয়টি জানানো হয়। পুলিশ তাঁদের থানায় নিয়ে যায়।
পুলিশ জানায়, খুরশিদা আক্তার (২২) কক্সবাজারের উখিয়া বালুখালি ২ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ডি-ব্লকের বাসিন্দা। তাঁর বাবার নাম সৈয়দ আহম্মদ ও মায়ের নাম সৈয়দা খাতুন। হাসিনা আক্তার বেবি (১৮) বালুখালি-১ এর ৯ নম্বর ক্যাম্পের জি-২৭ এর বাসিন্দা। সে তৈয়ব আলী এবং আরফা বেগমের সন্তান। তাঁরা কুড়িগ্রামের চর রাজীবপুর ও চিলমারী উপজেলার বাসিন্দা হিসেবে অবৈধভাবে জন্ম নিবন্ধন করে সেই সনদ দিয়ে সৌদি আরব যাওয়ার উদ্দেশে পাসপোর্টের আবেদন করতে আসেন।
কুড়িগ্রামের পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম জানান, কক্সবাজারের উখিয়া ক্যাম্পে খোঁজ নিয়ে আটক দু'জনের পরিচয় নিশ্চিত হয়েছি। তাঁদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। অবৈধ জন্ম সনদ পাওয়াসহ অন্যান্য অবৈধ কাজে তাঁদের সহায়তাকারীদের বিষয়েও তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
- বিষয় :
- রোহিঙ্গা আটক
- কুড়িগ্রাম
- রোহিঙ্গা তরুণী আটক