এবার সুইডেন গেল বাঘার চরের পেয়ারা-পেঁপে-বরই

বাঘা (রাজশাহী) প্রতিনিধি
প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২৩ | ১৩:২৮ | আপডেট: ২৪ জানুয়ারি ২০২৩ | ১৩:২৮
এর আগে বৃহস্পতিবার ঢাকার আরেক রপ্তানিকারক প্রতিষ্ঠান মেসার্স আদাব ইন্টারন্যাশনালের মাধ্যমে এক টন পেয়ারা ও ১০০ কেজি থাই বরই ইতালিতে পাঠানো হয়। গত মৌসুমে এখানকার ৩০ টন আম ইউরোপ ও মধ্যপ্রাচ্যে রপ্তানি করা হয়েছিল।
বিএইচ ট্রেড ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী রেজাউল করিম কল্লোল জানান, গতকাল সোমবার সন্ধ্যা ৭টায় যাত্রীবাহী বিমানে পেঁপে-পেয়ারা ও বরই সুইডেনে পাঠানো হয়েছে।
সাদি এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী শফিকুল ইসলাম জানান, এবার ৫০ বিঘা জমিতে পেয়ারা, ৫০ বিঘা জমিতে বরই ও ২ বিঘা জমিতে গ্রিন পেঁপে চাষ করেছেন। এর মধ্যে উপজেলার চরাঞ্চলের পলাশীর প্রামে ৩০ বিঘা জমি ইজারা নিয়ে পেয়ারা ও পেঁপে চাষ করেছেন তিনি। খুচরা বাজারে প্রতি কেজি পেয়ারা ৬০ টাকা, জাতভেদে প্রতি কেজি বরই ১০০ থেকে ১২০ টাকা এবং কাঁচা পেঁপে বিক্রি হচ্ছে ২০ টাকা কেজি দরে।
জানা গেছে, এক সময় পদ্মার চরের জমিতে তেমন কোনো ফসল আবাদ হতো না। এখন আম, বরই ও পেয়ারাসহ বিভিন্ন ফসল চাষ হচ্ছে। এ বছর বাঘা উপজেলায় ১৫০ হেক্টর জমিতে বরই, ৩০৪ হেক্টর জমিতে পেয়ারা ও ৭৪ হেক্টর জমিতে পেঁপে চাষ হয়েছে। এর মধ্যে ৭০ শতাংশ বরই-পেয়ারা চাষ হয়েছে পদ্মার চরে।