ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

খুলনা মেডিকেলের ফটক থেকে নবজাতক চুরি

খুলনা মেডিকেলের ফটক থেকে নবজাতক চুরি

সন্তান হারিয়ে মায়ের আহাজারি। ছবি: সমকাল

খুলনা ব্যুরো

প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২৩ | ১৫:৪৩ | আপডেট: ২৪ জানুয়ারি ২০২৩ | ১৫:৪৩

খুলনায় নবজাতক চুরি হয়েছে। আজ মঙ্গলবার (২৪ জানুয়ারি) বিকেলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের গেটের সামনে এ ঘটনাটি ঘটে।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. রবিউল হাসান বলেন, ‘হাসপাতালের গেট থেকে নবজাতক চুরি হয়েছে। হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়ার পর স্বজনেরা বাড়ি ফেরার জন্য অ্যাম্বুলেন্স ভাড়া করছিলেন। তখন বাড়তি ভাড়া চাওয়াকে কেন্দ্র করে চালকের সঙ্গে কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। এসময় নবজাতক তার খালার কোলে ছিল। সেখানে দাড়িয়ে থাকা মাস্ক পরা এক নারীর কাছে নবজাতক রেখে তার খালা হাতাহাতি ঠেকাতে যায়। হুড়োহুড়ির মধ্যে ওই নারী নবজাতকে নিয়ে পালিয়ে যায়। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। পুলিশ ঘটনাস্থলে এসেছিল। সিসি ক্যামেরার ফুটেজ দেখে ব্যবস্থা নেওয়া হবে।’

নবজাতকের মামা মোস্তফা বলেন, ‘আমার বোন রানিমা বেগমের প্রসব বেদনা উঠলে ফকিরহাট উপজেলা থেকে অ্যাম্বুলেন্সে করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আজ মঙ্গলবার দুপুরে সন্তান জন্ম নিলে বিকেল সাড়ে ৫টার দিকে হাসপাতাল কর্তৃপক্ষ ছাড়পত্র দেয়। গেটের সামনে এসে গাড়িভাড়া নিয়ে চালকের সঙ্গে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ওই চালক গাড়ির চাবি দিয়ে আমার মাথায় আঘাত করেন। এর মধ্যে আরও কয়েকজন চালক আমার ওপর উত্তেজিত হয়ে মারমুখী আচরণ করেন। তাদের সাথে একজন নারীও ছিল। ওই নারী  নবজাতককে খালা সোনিয়া বেগমের কাছ থেকে নিয়ে ভিড়ের মধ্যে হারিয়ে যান। ঘটনার পর থেকে হাসপাতাল এলাকায় খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি।’

সোনাডাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) সুকান্ত দাস বলেন, ‘শিশুটিকে উদ্ধারের চেষ্টা চলছে। হাসপাতালের সামনের সিসিটিভির ফুটেজ যাচাই করা হচ্ছে।’

আরও পড়ুন

×