ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

সীমান্তে হত্যা বন্ধে কাজ চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

সীমান্তে হত্যা বন্ধে কাজ চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

নীলফামারী প্রতিনিধি

প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২৩ | ১৬:২৬ | আপডেট: ২৪ জানুয়ারি ২০২৩ | ১৬:২৬

সীমান্তে হত্যা বন্ধে সরকার কাজ করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেছেন, সীমান্তে মাঝেমধ্যেই কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যায়। তবে আর কোনো হত্যাকাণ্ড যাতে না ঘটে, সেই ব্যাপারে কাজ করছে সরকার।

তিস্তা বাঁধ এলাকায় চরাঞ্চলের মানুষের মধ্যে আজ মঙ্গলবার শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রংপুরে র‌্যাব-১৩ এর আয়োজনে নীলফামারীর ডিমলা ও লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ১ হাজারেরও বেশি অসহায় মানুষের মধ্যে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।

আসাদুজ্জামান খান বলেন, এ ছাড়া মাদক চোরাচালান বন্ধে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও কোস্টগার্ডকে শক্তিশালী করা হয়েছে। সরকার মাদকসহ সব ধরনের চোরাচালান বন্ধের চেষ্টা করছে।

অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তিস্তা সেচ প্রকল্পের কাজ শেষ হলে উত্তরাঞ্চলের কৃষিতে ব্যাপক পরিবর্তন আসবে। এতে এ এলাকায় বসবাসরত প্রায় ১০ লাখ মানুষের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন হবে।

তিনি আরও বলেন, এ পর্যন্ত যত ইতিবাচক উন্নয়ন হয়েছে আওয়ামী লীগ সরকারের আমলেই হয়েছে। এই সরকারের সময় গরিব ও অসহায়রা বয়স্ক, বিধবা ভাতাসহ বিভিন্ন সুযোগ-সুবিধা পাচ্ছে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আওয়ামী লীগ সরকারের কোনো বিকল্প নেই।

র‌্যাব-১৩ মহাপরিচালক এম খুরশীদ হোসেন বলেন, জঙ্গি, সন্ত্রাস, মাদকসহ সব ধরনের অপরাধ দমনে অগ্রণী ভূমিকা রাখছে র‌্যাব। বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগেও মানুষের পাশে দাঁড়াতে আন্তরিক র‌্যাব।

অনুষ্ঠানে নীলফামারী-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার, লালমনিরহাট-১ আসনের এমপি মোতাহার হোসেন, র‌্যাব সদর দপ্তরের এডিজি কর্নেল কামরুল ইসলাম, ঢাকার অপারেশন উইংয়ের পরিচালক কর্নেল জিয়াউর রহমান তালুকদার, নীলফামারী জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ প্রমুখ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

×