কবরস্থান থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রতীকী ছবি
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২৩ | ০৮:০৯ | আপডেট: ২৬ জানুয়ারি ২০২৩ | ০৮:০৯
চট্টগ্রামের সীতাকুণ্ডে কবরস্থানের সেগুন গাছ থেকে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডের ছোট কুমিরা এলাকার হাম্মাদিয়া জামে মসজিদের কবরস্থান থেকে লাশটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
স্থানীয়রা জানায়, ভোরে উপজেলার কুমিরা হাম্মাদিয়া জামে মসজিদের মুসল্লিরা ফজরের নামাজ আদায় করে বের হওয়ার পর কবরস্থানের মধ্যে একটি গাছে এক যুবকের মৃতদেহ ঝুলতে দেখে পুলিশকে খবর দেন। খবর পেয়ে থানার এসআই মো. ফারুক ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।
তিনি বলেন, কবরস্থানে একটি গাছে ফাঁস দেওয়া অবস্থায় যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়। তার নাম পরিচয় পাওয়া যায়নি। সুরতহাল প্রতিবেদন তৈরির পর লাশ ময়নাতদন্তের জন্যে চমেক হাসপাতালে পাঠনো হয়েছে।
স্থানীয় কুমিরা ইউনিয়নের চেয়ারম্যান মোরশেদ হোসেন চৌধুরী বলেন, এ এলাকার কেউ তাকে চিনতে পারছে না। তিনি স্থানীয় বাসিন্দা নাও হতে পারে।
তবে স্থানীয় মুসল্লিরা জানান, ওই যুবককে কুমিরাস্থ জিপিএইচ কারখানায় কাজ করতে দেখেছেন। মুসল্লিদের ধারণা, ওই যুবককে বাইরে হত্যা করার পর রাতের আঁধারে এনে কবরস্থানের একটি সেগুন গাছের সঙ্গে মরদেহ ঝুলিয়ে দেওয়া হয়েছে।
সীতাকুণ্ডু মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) আবু সাঈদ বলেন, উদ্ধার করা মৃতদেহেরের ফিঙ্গারপ্রিন্ট নেওয়া হয়েছে। এছাড়া পরিচয় শনাক্তের জন্য সিআইডির টিমও কাজ করছে।
তিনি আরও বলেন, মৃতদেহের শরীরে আঘাতের কোনো চিহ্ন নাই। ময়না তদন্ত রিপোর্ট পাওয়ার পর এটি হত্যা নাকি আত্মহত্যা তা জানা যাবে।
- বিষয় :
- চট্টগ্রাম
- সীতাকুণ্ডু
- যুবকের মরদেহ
- ঝুলন্ত মরদেহ