ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

মন্দিরের চুরি হওয়া স্বর্ণালংকার কবরস্থানে

মন্দিরের চুরি হওয়া স্বর্ণালংকার কবরস্থানে

উদ্ধারকৃত স্বর্ণালংকার। ছবি-সমকাল

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২৩ | ১৪:১৪ | আপডেট: ২৭ জানুয়ারি ২০২৩ | ১৪:১৪

চট্টগ্রামের পটিয়ার একটি প্রাচীন মন্দির থেকে চুরি যাওয়া স্বর্ণালংকার ও রূপা স্থানীয় একটি কবরস্থান থেকে পরিত্যক্ত অবস্থায় পুলিশ উদ্ধার করেছে। 

শুক্রবার দুপুরের পর ধলঘাট ইউনিয়নের ৬নং ওয়ার্ডের নন্দেরখীল গ্রামের কবরস্থানের একটি অংশে স্বর্ণালংকারগুলো পড়েছিল। স্থানীয় এক ব্যক্তি জুমার নামাজের পর তার আত্মীয়দের কবর জিয়ারত করতে গিয়ে স্বর্ণালংকার দেখে ছবি তোলে বাবলু নামে এক ব্যক্তিকে  জানান। ওই ব্যক্তি পুলিশেকে খবর দিলে পুলিশ সেগুলো উদ্ধার করে।

তদন্তকারী কর্মকর্তা সঞ্জয় ঘোষ জানান, হিন্দু সম্প্রদায়ের ৭০০ বছরের ঐতিহ্য সমৃদ্ধ উপজেলার ধলঘাট ইউনিয়নের বুড়াকালী মন্দিরে গত ১৩ জানুয়ারি গভীর রাতে তালা ও গ্রিল কেটে ৩৭ ভরি স্বর্ণ ও অনুমানিক ২০ হাজার টাকা চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় মন্দিরের পুরোহিত সাগর চক্রবর্তী বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। শুক্রবার বিকেলে উদ্ধারকৃত স্বর্ণালংকার যাচাই বাছাই করা হয়। এর মধ্যে ৪ ভরি ৫ আনা ওজনের একটি স্বর্ণের তাজ, ১৭ ভরি ওজনের বেশকিছু রূপা মিললেও বাকীগুলো ইমেটেশন বলে দাবি করা হয়।

ধলঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রনবীর ঘোষ টুটুন জানান, মন্দির থেকে চুরি হওয়া কিছু স্বর্ণ একটি কবরস্থান থেকে উদ্ধার করা হয়েছে। 

আরও পড়ুন

×