ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

সন্তানদের ন্যায়-নীতি-মানবধর্ম শেখাতে হবে: মেয়র আইভী

সন্তানদের ন্যায়-নীতি-মানবধর্ম শেখাতে হবে: মেয়র আইভী

চন্দ্র বিন্দু শিশু মনন বিকাশ কেন্দ্রের অনুষ্ঠানে পুরষ্কার বিতরণ করছেন নাসিক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী - সমকাল

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২৩ | ১৮:০৪ | আপডেট: ২৭ জানুয়ারি ২০২৩ | ১৮:০৬

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী বলেছেন, সম্প্রতি একটি অনুষ্ঠানে জেলা ক্রীড়া সংস্থা কী করছে? প্রশ্ন রাখি। পরে দেখলাম তারা বলেছে, আমি না জেনে না কী তাদের সম্পর্কে মন্তব্য করেছি। তিনি বলেন, সিটি করপোরেশন খেলাধুলার জন্য পাঁচ লাখ টাকার ফান্ড দিয়েছে। ওসমানী ষ্টেডিয়ামের জন্য আট একর জায়গা দিয়েছি। কিন্তু সে ষ্টেডিয়ামকে ছোট করে ব্যক্তির নামে কমপ্লেক্স নির্মাণ করা হয়েছে। নারায়ণগঞ্জে জবর দখল চলছে। দখলের রাজত্ব থেকে আমাদের সন্তানদের মুক্তি দিতে হবে। আর এজন্য সন্তানদের ন্যায়-নীতি, মানবধর্ম শেখাতে হবে। আর এ কাজটি করতে হবে মায়েদের।

শুক্রবার সন্ধায় নগরীর আলী আহম্মদ চুনকা পৌর মিলনায়তনে ‘চন্দ্র বিন্দু শিশু মনন বিকাশ কেন্দ্রে’র এক যুগ পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সাইফুল ইসলাম নান্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সভাপতি ভবানী শংকর রায়, চলচ্চিত্র নির্মাতা রাকিবুল হাসান, হোসেন মাহমুদ আরিফ প্রমুখ।

আইভী বলেন, বদ্ধ জায়গায় অনুষ্ঠান না করে আমাদের উচিৎ উন্মুক্ত স্থানে মুক্ত বাতাসে অনুষ্ঠান করা। বাচ্চাদের মুক্ত পরিবেশের সঙ্গে পরিচয় করানো উচিৎ। নগরবাসীর জন্য আমি শেখ রাসেল পার্ক, পাইকপাড়া পার্ক, বন্দরে উন্মুক্ত মঞ্চ, সিদ্ধিরগঞ্জে জলাশয় সংস্কার করে উন্মুক্ত মঞ্চ করেছি। নদীর পারেও বেড়ানোর পরিবেশ তৈরি করেছি। আপনারা সেসব স্থানে অনুষ্ঠান করলে সাধারণ মানুষও সাংস্কৃতিক কর্মকাণ্ড সম্পর্কে জানতে পারবে।

আরও পড়ুন

×