ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

সুনামগঞ্জ-২ আসন

সুরঞ্জিতের স্ত্রীর পরিবর্তে মতিউরকে প্রার্থী করার দাবি

সুরঞ্জিতের স্ত্রীর পরিবর্তে মতিউরকে প্রার্থী করার দাবি

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৩ | ১৮:০০ | আপডেট: ২৯ জানুয়ারি ২০২৩ | ০৭:০০

আগামী সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে প্রকাশ্য দ্বন্দ্ব শুরু হয়েছে। প্রয়াত সুরঞ্জিত সেনগুপ্তের নির্বাচনী এলাকায় তাঁর স্ত্রীর পরিবর্তে জেলা আওয়ামী লীগের সভাপতি ও সুনামগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য মতিউর রহমানকে নৌকার প্রার্থী হিসেবে চান তাঁর সমর্থকরা। এ দাবিতে শনিবার শোডাউন করেছেন তাঁরা।

দিরাই থানা পয়েন্টে উপজেলা যুবলীগ আয়োজিত সমাবেশে জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান নুরুল হুদা মুকুট বলেন, মতিউর রহমান দিরাইয়ের কৃতী সন্তান। তিনি দীর্ঘদিন আওয়ামী লীগের রাজনীতি করছেন। দিরাই-শাল্লার কর্মীরা তাঁকে এই আসনে এমপি হিসেবে দেখতে চান। তাঁকে মনোনয়ন দেওয়া হলে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করে বিজয়ী করব।

সুরঞ্জিতের স্ত্রী ড. জয়া সেনগুপ্তা এ আসনের এমপি। তাঁর নাম উল্লেখ করে মুকুট বলেন, 'কঠিন দিন আসছে। বিভক্তি তৈরি করা যাবে না। সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে চলতে হবে।'

উপজেলা যুবলীগ সভাপতি রঞ্জন রায়ের সভাপতিত্বে ও যুবলীগ নেতা রুবেল সরদারের সঞ্চালনায় সমাবেশে মতিউর রহমানও বক্তব্য দেন। আরও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি রেজাউল করিম শামীম, সৈয়দ আবুল কাসেম ও অবনী মোহন দাস, সদস্য আবুল কালাম, শিক্ষা ও মানবসম্পদ সম্পাদক সীতেশ তালুকদার মঞ্জু প্রমুখ। তবে সমাবেশে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ জয়া সেনগুপ্তার অনুসারী হিসেবে পরিচিত কেউই উপস্থিত ছিলেন না।

আরও পড়ুন

×