শিশুর হাতে স্টিয়ারিং

মিশুকে চালকের আসনে শিশু - সমকাল
কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২৩ | ১৮:০০ | আপডেট: ০৪ ফেব্রুয়ারি ২০২৩ | ০৭:৪৪
কিশোরগঞ্জের সব আন্তঃউপজেলা রুটে বাস সার্ভিস বন্ধ হয়ে গেছে কয়েক বছর আগেই। এসব সড়কে রাজত্ব করছে ইজিবাইক। এসব ইজিবাইকের একটি বড় অংশের চালকের আসনে দেখা যাচ্ছে শিশুদের। এতে ঝুঁকি বাড়ছে দুর্ঘটনার।
বিশেষ করে 'মিশুক' নামে চার যাত্রীর ছোট্ট বাহনেই শিশুচালকদের বেশি দেখা যাচ্ছে। অটোরিকশাতেও দেখা যায় তাদের।
কিশোরগঞ্জ জেলা শহরে পৌরসভার অনুমোদিত ব্যাটারিচালিত অটোরিকশা আছে সাড়ে ৬০০। অননুমোদিত মিশুক আছে প্রায় ৫০০। এসব মিশুকে প্রায়ই চালকের আসনে শিশুদের দেখা যাচ্ছে। ১৮ বছরের কম বয়সীদের ইঞ্জিনচালিত যে কোনো যানবাহনের চালক হতে আইনত মানা। এ ছাড়া যানবাহনে ঠাসা একটি শহরের রাস্তায় মিশুক চালানোর মতো যতটুকু পরিপকস্ফতা থাকা দরকার, তা একটি শিশুর থাকে না। তাদের কোনো রকম ইঞ্জিনচালিত বাহনের ড্রাইভিং লাইসেন্সও দেওয়া হয় না। এ ছাড়া অটোরিকশা ও মিশুকের ইঞ্জিনচালিত বাহন হিসেবে সরকারের অনুমোদনও নেই। এগুলোর ড্রাইভিং লাইসেন্সও বিআরটিএ থেকে দেওয়া হয় না বলে জেলা বিআরটিএ অফিস সূত্রে জানা গেছে।
কিশোরগঞ্জ শহরের ঈশা খাঁ সড়কে শুক্রবার সকালে দেখা গেছে, আনুমানিক ১০-১২ বছর বয়সী একটি শিশু মিশুক নিয়ে বেরিয়েছে যাত্রীর সন্ধানে। শিশুটির ছবি তুলে নাম জিজ্ঞাসা করতেই মিশুক নিয়ে দ্রুতগতিতে চলে গেল।
সম্মিলিত সামাজিক আন্দোলনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট অশোক সরকার এ ব্যাপারে বলেছেন, এভাবে শিশুদের হাতে যাত্রীদের জীবন ছেড়ে দেওয়া যায় না। ইজিবাইকের অধিকাংশ দুর্ঘটনা ঘটছে অদক্ষ ও শিশুচালকের কারণে। এটি এখনই রোধ করা দরকার। এ ছাড়া ট্রাফিক আইন বা বিআরটিএ আইনেও শিশুচালকের বিষয়টি সম্পূর্ণ নিষিদ্ধ। তিনি দরিদ্র পরিবারের বিকল্প ব্যবস্থার জন্য শিশুবিষয়ক মন্ত্রণালয় ও সমাজকল্যাণ মন্ত্রণালয়কে ভাবতে হবে বলে মন্তব্য করেন।
ট্রাফিক ইন্সপেক্টর মো. শাহজাহানকে এ ব্যাপারে প্রশ্ন করলে বলেন, পেটের দায়ে দরিদ্র পরিবারের শিশুরা নিরুপায় হয়ে এসব ইজিবাইক চালাচ্ছে। তাঁর হিসাবমতে, পৌর এলাকায় দেড় হাজার থেকে দুই হাজার শিশুচালক রয়েছে। তবে তাদের নিয়ে মাঝে মাঝে বোঝানো হয় বা কাউন্সেলিং করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিলে আবার মানুষ মনে করবে রোজগার বন্ধ করে দেওয়া হয়েছে। তিনি মনে করেন, এসব বাহনের মালিকরাও এ জন্য দায়ী। শিশুচালকদের কম টাকা দিয়ে খুশি করতে পারেন। সে কারণে শিশুচালকদের হাতে মালিকরা এসব বাহন তুলে দিচ্ছেন। এ ব্যাপারে সবাইকে সচেতন হতে হবে।
- বিষয় :
- শিশু শ্রম
- বাস সার্ভিস
- ইজিবাইক