ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

৯৯৯-এ তরুণীর ফোন, উদ্ধার করল পুলিশ

৯৯৯-এ তরুণীর ফোন, উদ্ধার করল পুলিশ

ফাইল ছবি

ফরিদপুর অফিস

প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৩ | ১৫:৪৬ | আপডেট: ০৫ ফেব্রুয়ারি ২০২৩ | ১৬:১২

জাতীয় জরুরি সেবা নম্বরে (৯৯৯) কলে পেয়ে ফরিদপুরের যৌন পল্লী থেকে এক তরুণীকে উদ্ধার করেছে পুলিশ। রোববার সন্ধ্যায় ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুমন রঞ্জন সরকার বিষয়টি নিশ্চিত করেছেন। 

এর আগে, শনিবার রাতে ফরিদপুর শহরের রথখোলা যৌন পল্লী থেকে ওই তরুণীকে উদ্ধার করা হয়। 

পুলিশ জানায়, মাসখানেক আগে প্রেমিকের সঙ্গে ঘর ছাড়েন ওই তরুণী। কিন্তু প্রেমিকের প্রতারণার শিকার হন তিনি। তাকে ফেলে পালিয়ে যান তার প্রেমিক। এরপর এক রিকশাচালককে তিনি অনুরোধ করেন, রাতে থাকার ব্যবস্থা করার জন্য। কিন্তু রিকশাচালক তাকে যৌন পল্লীতে বিক্রি করে দেন। মাসখানেক সেখানে ছিলেন ওই তরুণী।  

শনিবার '৯৯৯’-এ ফোন করে ওই তরুণী তাকে উদ্ধারের অনুরোধ জানান। সেখান থেকে তাৎক্ষণিক বিষয়টি ফরিদপুর কোতোয়ালি থানাকে জানানো হয় এবং কোতোয়ালি থানা পুলিশ ওই তরুণীকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। 

এ ব্যাপারে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুমন রঞ্জন সরকার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পুলিশ মেয়েটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আরও পড়ুন

×