ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষে ফরিদপুরে পরিচ্ছন্নতা অভিযান শুরু

বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষে ফরিদপুরে পরিচ্ছন্নতা অভিযান শুরু

ফরিদপুর অফিস

প্রকাশ: ১৬ মার্চ ২০২০ | ০২:০৬

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে ফরিদপুরে শহর আওয়ামী লীগের উদ্যোগে পৌরসভার ২৭টি ওয়ার্ডে শতদিন ধরে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে।

সোমবার সকাল নয়টার দিকে শহরের বদরপুর মোড়ে ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার এ কর্মসূচির উদ্বোধন করেন। 

এতে সভাপতিত্ব করেন শহর আওয়ামী লীগের সভাপতি নাজমুল ইসলাম খন্দকার লেভী। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন জেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট সুবল চন্দ্র সাহা, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা, পৌর মেয়র শেখ মাহতাব আলী মেথু, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চৌধুরী বরকত ইবনে সালাম, মাহফুজুর রহমান মামুন প্রমুখ।

আরও পড়ুন

×