ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

আ'লীগ-বিএনপি-জামায়াতপন্থি সব প্রার্থীর প্রচার এক ব্যানারে

আ'লীগ-বিএনপি-জামায়াতপন্থি সব প্রার্থীর প্রচার এক ব্যানারে

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৩ | ১৮:০০ | আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২৩ | ০৫:৫০

সব দলের ৪২ প্রার্থীর ছবি এক ব্যানারে নিয়ে নির্বাচনী প্রচার চালানোর ব্যতিক্রমী নজির গড়েছে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি। সংগঠনটির নির্বাচন উপলক্ষে একটি ব্যানারে আওয়ামী লীগ ও বিএনপি-জামায়াতপন্থি ৪২ প্রার্থীর ছবি দিয়ে বিশাল ব্যানার টাঙানো হয়েছে সমিতি ভবনে। আইনজীবী নেতারা বলছেন, দলাদলি, নোংরামি, কাদা ছোড়াছুড়ি, হাঙ্গামার বদলে তাঁরা অন্যরকম সম্প্রীতির নির্বাচন উপহার দিতে চান। এরই অংশ হিসেবে প্রচারের এই উদ্যোগ। ৫ হাজার ১৯৭ আইনজীবী আজ রোববার ভোট দিয়ে আগামী এক বছরের জন্য নির্বাচন করবেন সমিতির ২১ পদের নেতা।

সাবেক মহানগর পিপি ও নির্বাচন কমিশনার ফখরুদ্দিন চৌধুরী বলেন, আইনজীবী সমিতির নির্বাচনে এবার ভোটার ৫ হাজার ১৯৭ জন। তবে সম্পূরক ভোটার তালিকায় আরও কিছু আইনজীবীর যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। আজ সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলবে। আমরা সম্প্রীতির ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সব প্রস্তুতি শেষ করেছি। স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে সবাই আমরা একাট্টা।

জেলা আইনজীবী সমিতির নির্বাচনে এবার দুটি প্যানলে প্রতিদ্বন্দ্বিতা করছে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ ও আইনজীবী ঐক্য পরিষদ। সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ আওয়ামী লীগ সমর্থিত সংগঠন। অন্যদিকে, বিএনপি ও জামায়াত সমর্থিতদের নিয়ে গড়ে উঠেছে আইনজীবী ঐক্য পরিষদ। নির্বাচনে সভাপতি-সাধারণ সম্পাদকসহ সম্পাদকীয় পদ রয়েছে ১০টি এবং নির্বাহী সদস্য পদ রয়েছে ১১টি। দুটি প্যানেলে মোট প্রতিদ্বন্দ্বিতা করছেন সম্পাদকীয় পদে ২০ জন এবং নির্বাহী সদস্য পদে ২২ জন। প্রতিদ্বন্দ্বী মোট প্রার্থী ৪২ জন।

চট্টগ্রাম বিভাগীয় সাইবার ট্রাইব্যুনালের পিপি মেজবাহ উদ্দিন চৌধুরী বলেন, আইনজীবী সমিতির উন্নয়নে প্রধানমন্ত্রী অতীতে অনেক টাকা অনুদান দিয়েছেন। উন্নয়ন ও সম্প্রীতির ধারা অব্যাহত রাখতে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্যানেলকে ভোট দিয়ে ভোটাররা নিশ্চয়ই জয়ী করবেন।

বিএনপি সমর্থক সাবেক মহানগর পিপি অ্যাডভোকেট আবদুস সাত্তার বলেন, দেশে গণতন্ত্র ফেরাতে সাধারণ আইনজীবীরা বিএনপিপন্থি প্যানেলকে বিজয়ী করে সরকারকে বার্তা দেবেন এ নির্বাচনে।

আরও পড়ুন

×