শেখ হাসিনাকে নির্বাচিত করতে না পারলে বিপদে পড়তে হবে: কাজী জাফরউল্লাহ

কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফরউল্লাহ। ছবি- সমকাল।
ফরিদপুর অফিস
প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৩ | ১৬:২৫ | আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২৩ | ১৬:২৬
ফরিদপুর-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফরউল্লাহ বলেছেন, আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনাকে পুনরায় জয়যুক্ত করতে হবে। শেখ হাসিনাকে পুনরায় নির্বাচিত করতে না পারলে আমাদের বিপদে পড়তে হবে।
আজ রোববার দুপুরে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মানিকদহ ইউনিয়নের ফাজিলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে আয়োজিত এক কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মানিকদহ ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে সভার আয়োজন করা হয়।
কাজী জাফরউল্লাহ বলেন, সারা বিশ্বে মন্দা চলছে। ইউক্রেন-রাশিয়ার যুদ্ধের জন্য সারা দুনিয়ায় হাহাকার। তার ভেতরেও বাংলাদেশ অগ্রযাত্রা শুধুমাত্র শেখ হাসিনার নেতৃত্বের কারণেই। তাই আসুন সবাই এই মানিকদহ কর্মীসভা থেকে ওয়াদাবদ্ধ হই। আগামী জাতীয় নির্বাচনে শেখ হাসিনার প্রার্থী, নৌকার প্রার্থীকে বিপুল ভোটে আমরা বিজয়ী করে তাকে আবারও বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত করব।
তিনি বলেন, সেই ত্রিশ-চল্লিশ বছর আগের বাংলাদেশের অর্থনীতি, আজকের অর্থনীতি এক নয়। কিছুদিন আগেও বিদেশিরা আমাদের দেশকে অবজ্ঞা করত, তলাহীন ঝুড়ির দেশ, বাংলাদেশ গরিব দেশ বলত। আজ শেখ হাসিনা প্রমাণ করেছেন, সেগুলো সব মিথ্যা হয়ে গেছে।
তিনি আরও বলেন, শেখ হাসিনা প্রমাণ করেছেন, তিনি যা বলেন তা বাস্তবায়ন করেন। নিজের অর্থায়নে বাংলাদেশ পদ্মা সেতু গড়েছে। এতে কেউ যদি লাভবান হয়ে থাকেন, সবচেয়ে বেশি লাভবান হয়েছে আমাদের ফরিদপুর-ভাঙ্গা-সদরপুর-চরভদ্রাসন উপজেলা।
কাজী জাফরউল্লাহ বলেন, দেশ ডিজিটাল হয়েছে। এখন নতুন করে প্রিয় নেত্রী ঘোষণা দিয়েছেন, আগামীতে আমরা স্মার্ট বাংলাদেশ গড়ব।
জেলা আওয়ামী লীগের সভাপতি শামিম হক বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশ রয়েছে, নৌকার পক্ষে কাজ করতে হবে। আগামী জাতীয় নির্বাচনে প্রধানমন্ত্রীর মনোনীত প্রার্থী কাজী জাফরউল্লাহ। তাই নেত্রীর হাতকে শক্তিশালী করতে জেলা ও উপজেলা পর্যায়ে তিনি সবাইকে ঐক্যবদ্ধ হতে বলেন এবং নৌকায় ভোট চান তিনি।
মরহুম এসএম নুরুন্নবীর সহধর্মিণী ও মানিকদহ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আনোয়ারা বেগমের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ মো. ইসতিয়াক ও যুগ্ম সাধারণ সম্পাদক ঝর্ণা হাসান।
এর আগে ফরিদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইশতিয়াক আরিফের গ্রামের বাড়ি ফাজেলপুরে তাদের পারিবারিক কবরস্থানে তার বাবা ভাষাসৈনিক ও মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক মরহুম এসএম নুরুন্নবীর কবর জিয়ারত করেন অতিথিরা। সেখানে এক বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
- বিষয় :
- কাজী জাফরউল্লাহ
- শেখ হাসিনা
- ঢাকা
- ফরিদপুর