ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

ইউপি সদস্যের কাছে কম্বল চাওয়ায় বৃদ্ধকে মারধরের অভিযোগ

ইউপি সদস্যের কাছে কম্বল চাওয়ায় বৃদ্ধকে মারধরের অভিযোগ

রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৩ | ১১:৩৬ | আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২৩ | ১১:৩৭

লক্ষ্মীপুরের রামগঞ্জে কম্বল চাওয়ায় আব্দুল কাদের (৭৫) নামে এক বৃদ্ধকে মারধরের অভিযোগ উঠেছে ইউপি সদস্যের বিরুদ্ধে। সোমবার সকালে উপজেলার সমেষপুর তদার বাড়িতে এ ঘটনা ঘটে। তবে উপজেলার ভাদুর ইউনিয়নের সমেষপুর ওয়ার্ডের সদস্য আব্দুল কাদের এ অভিযোগ অস্বীকার করেছেন। 

প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সকালে গ্রাম পুলিশের সদস্য আব্দুল মতিনসহ লোকজন নিয়ে স্থানীয় ইউপি সদস্য আব্দুল কাদের তদার বাড়িতে ইউনিয়ন পরিষদের হোল্ডিং ট্যাক্স তুলতে আসেন। এ সময় বাড়ির নারী সদস্যরা সরকারের দেওয়া কোনো সুযোগ সুবিধা না পাওয়ার কথা জানিয়ে কম্বল চাইলে ইউপি সদস্য আব্দুল কাদের ক্ষিপ্ত হয়ে ওঠে। পরে পাশে দাঁড়িয়ে থাকা আব্দুল কাদের নামে বাড়ির এক বৃদ্ধকে মারধর করেন তিনি।

আব্দুল কাদেরের স্ত্রী তাসলিমা বেগম বলেন, মেম্বারের সঙ্গে আমাদের কোন ঝামেলা নেই। কাদের মেম্বারের কাছে বাড়ির লোকজন কম্বল চাইলে তিনি আমার স্বামীকে মারধর করেন।

ভুক্তভোগী ওই বৃদ্ধ বলেন, বাড়ির মহিলারা মেম্বারের কাছে কম্বল চাইলে তিনি ক্ষিপ্ত হয়ে ওঠেন। এ সময় আমি পাশে দাঁড়িয়ে ছিলাম। তিনি মহিলাদের ওপর হাত তুলতে না পেরে আমাকে মারধর করেন। 

প্রত্যক্ষদর্শী গ্রাম পুলিশ সদস্য আব্দুল মতিনের কাছে ঘটনার বিষয়ে জানতে চাইলে চাইলে তিনি বলেন, আমি এভাবে কোনো কথা বলবো না। চেয়ারম্যান, মেম্বার ও এলাকার লোকজন বসলে সেখানে সব বলবো।

অভিযুক্ত আব্দুল কাদের মেম্বার বলেন, আমরা হোল্ডিং ট্যাক্সের টাকা তুলতে সেখানে গেছি। কম্বল নিয়ে যাইনি। তারা আমাদের কাছে কম্বল চেয়ে আমাকে গালিগালাজ করে।

এ বিষয়ে ভাদুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাবেদ হোসেন বলেন, দু'পক্ষকে নিয়ে বসে বিষয়টি সমাধান করা হবে।

আরও পড়ুন

×