বারবার মোবাইল চুরি হওয়ায় মাইক ভাড়া করে চোরকে গালিগালাজ

ফায়েজ মিয়া
ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৩ | ১৬:০৭ | আপডেট: ১৪ ফেব্রুয়ারি ২০২৩ | ১৬:১০
কিশোরগঞ্জের ভৈরব উপজেলার গজারিয়া ইউনিয়নের পুরানগাও গ্রামের বাসিন্দা ফায়েজ মিয়া (৬৫)। তিনি পেশায় একজন পান দোকানি। সপ্তাহখানেক আগে দিনে দুপুরে তার বাড়ি থেকে দু'টি মুঠোফোন চুরি হয়ে যায়। এর আগেও একাধিকবার মোবাইল খুইয়েছেন তিনি। ঘন ঘন ফোন চুরি হওয়ায় তার মনে ক্ষোভ জন্ম নেয়।
সেই ক্ষোভ মেটাতে অভিনব এক কাণ্ড ঘটিয়েছেন ফায়েজ মিয়া। কয়েকদিন ধরে হাটবাজারে মাইকিং করে চোরকে অকথ্য ভাষায় গালমন্দ করে চলেছেন তিনি। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য তৈরি হয়েছে।
ফায়েজ মিয়ার স্বজনরা জানান, গত বুধবার বাড়ি থেকে তার একটি অ্যান্ড্রয়েড ও একটি বাটন মোবাইল চুরি হয়। চুরি হওয়ার পর তারা বুঝতে পারেন, অন্য গ্রামের কেউ মুঠোফোন চুরি করেননি। নিজ এলাকার কেউ চুরি করেছেন। তারা এ-ও নিশ্চিত ছিলেন, পুলিশের কাছে অভিযোগ করে কোনো লাভ নেই। আবার বিচার-সালিস করেও ফোন পাওয়া যাবে না। এক পর্যায়ে ফায়েজ মিয়া সিদ্ধান্ত নেন, চোরের বিরুদ্ধে মাইকিং করবেন তিনি। গালমন্দ হবে কড়া ও অশালীনভাবে।
সিদ্ধান্ত অনুযায়ী গত রোববার মাইক ভাড়া করে হাটবাজারে বের হন ফায়েজ মিয়া। সেখানে অকথ্য ভাষায় ফোনচোরদের গালমন্দ করেন তিনি। এর পরদিনও একইভাবে চলে তার গালমন্দ কর্মসূচি। আজ মঙ্গলবারও নিজ বাড়ির সামনে চোরের উদ্দেশে মাইকে গালমন্দ চালিয়ে যান তিনি।
ফায়েজ মিয়ার এমন অশালীন গালমন্দ শুনে অনেকে বিরক্ত। অনেকে আবার ফায়েজ মিয়ার এই অভিনব উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।
স্থানীয় বাসিন্দারা জানান, গ্রামে মুঠোফোন চুরি বেড়েছে। ব্যবসাপ্রতিষ্ঠান, বসতঘর কিংবা চলার পথে অনেকে তাদের মুঠোফোন খোয়াচ্ছেন।
স্থানীয় ব্যক্তিদের ধারণা, গ্রামে মাদকসেবী বেড়ে যাওয়ায় ছিঁচকে চুরি বেড়েছে। চুরি করা মোবাইল বিক্রি করে মাদকসেবীরা তাদের নেশার ব্যয় মেটাচ্ছেন। ফলে প্রতিদিন অসংখ্য ফোন চুরির খবর পাওয়া যাচ্ছে।
গজারিয়া ইউনিয়নের চেয়ারম্যান শাহরিয়ার জানান, মোবাইল চুরির ঘটনায় মাইক ভাড়া করে ফায়েজ মিয়ার গালিগালাজ করার কথা আমি শুনেছি। মনের ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবে হয়তো তিনি গালিগালাজ করছেন।
এ বিষয়ে ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাকছুদুল আলম জানান, বিষয়টি সম্পর্কে তিনি জানেন না। তবে মোবাইল চুরির বিষয়ে কেউ অভিযোগ দিলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।