দাকোপ উপজেলা আ'লীগ আবুল হোসেন সভাপতি, সম্পাদক বিনয় কৃষ্ণ

শেখ আবুল হোসেনকে সভাপতি এবং বিনয় কৃষ্ণ রায়কে সাধারণ সম্পাদক। ছবি: সমকাল
দাকোপ (খুলনা) প্রতিনিধি
প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৩ | ১৬:২০ | আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২৩ | ১৬:২০
খুলনার দাকোপ উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে শেখ আবুল হোসেনকে সভাপতি এবং বিনয় কৃষ্ণ রায়কে সাধারণ সম্পাদক করে নতুন কমিটি ঘোষণা করা হয়।
এদিন সকালে স্থানীয় মোহাম্মদ আলী স্কুল মাঠে সম্মেলন উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ হারুনুর রশিদ। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম।
বিশেষ অতিথির বক্তব্য দেন দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল, সংসদের হুইপ পঞ্চানন বিশ্বাস এমপি, আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য আমিরুল আলম মিলন এমপি, গ্লোরিয়া ঝর্ণা সরকার এমপি, দলের কেন্দ্রীয় নেতা নির্মল কুমার চ্যাটার্জি প্রমুখ।
সম্মেলনে সভাপতি পদে ৩ জন ও সাধারণ সম্পাদক পদে ৬ জন প্রার্থী ছিলেন। এর মধ্যে সভাপতি পদে সমঝোতার ভিত্তিতে এবং সাধারণ সম্পাদক পদে সমঝোতা না হওয়ায় কাউন্সিলরদের সমর্থনে কেন্দ্রীয় নেতারা নির্বাচন করেন। সব শেষে প্রধান অতিথি শেখ আবুল হোসেনকে সভাপতি এবং বিনয় কৃষ্ণ রায়কে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা করেন।
- বিষয় :
- খুলনা
- আওয়ামী লীগ
- ত্রিবার্ষিক সম্মেলন
- কমিটি
- দাকোপ