শহীদ জোহার সমাধিতে ডেপুটি স্পিকার ও রাবি উপাচার্যের শ্রদ্ধা

শহীদ শামসুজ্জোহার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন ডেপুটি স্পিকার ও রাবির শিক্ষক-কর্মকর্তারা। ছবি-সমকাল
রাবি প্রতিনিধি
প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৩ | ০৫:২০ | আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২৩ | ০৫:২০
দেশের প্রথম শহীদ বুদ্ধিজীবী ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সাবেক প্রক্টর অধ্যাপক শহীদ শামসুজ্জোহার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শামসুল হক টুকু। শনিবার সকালে তিনি এ শ্রদ্ধা জানান।
এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক শাহ আজম শান্তনু, রাবির উপ-উপাচার্য অধ্যাপক সুলতান উল ইসলাম ও অধ্যাপক হুমায়ুন কবীরসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
শ্রদ্ধা নিবেদনের পর তারা ড. জোহার স্মরণে এক মিনিট নীরবতা পালন করেন। পরে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতিসহ বিভিন্ন হল প্রশাসন, বিভাগ, ইনস্টিটিউট, সামাজিক-সাংস্কৃতিক, স্বেচ্ছাসেবী ও পেশাজীবী সংগঠন শ্রদ্ধা জানায়।
দিবসের অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে আলোচনা সভা, বাদ যোহর দোয়া ও কোরআন খতম, বিকেলে প্রদীপ প্রজ্বালন ও সন্ধ্যায় শহীদ শামসুজ্জোহা হলে চলচ্চিত্র প্রদর্শনী। দিবসটি উপলক্ষে সকালে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন, হলসহ অন্যান্য গুরুত্বপূর্ণ ভবনে কালো পতাকা উত্তোলন করা হয়েছে।
১৯৬৯ সালের ১৮ ফেব্রুয়ারি পাকিস্তানি সেনাবাহিনীর হাতে নির্মমভাবে শহীদ হন বিশ্ববিদ্যালয়ের তৎকালীন রিডার (প্রক্টর) ও রসায়ন বিভাগের শিক্ষক ড. জোহা। ছাত্রদের জীবন বাঁচাতে তিনি প্রাণ দেন। এর পর থেকে ১৮ ফেব্রুয়ারি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষক দিবস হিসেবে পালিত হয়। তিনি দেশের প্রথম শহীদ বুদ্ধিজীবী।