মোংলায় পৌঁছেছে বঙ্গবন্ধু রেলসেতুর আরও পাইপ

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৩ | ১৩:১৮ | আপডেট: ২১ ফেব্রুয়ারি ২০২৩ | ১৩:২৯
বিদেশি ওই জাহাজের শিপিং এজেন্ট 'হক অ্যান্ড শিপিং'য়ের খুলনার ব্যবস্থাপক শওকত বলেন, এই জাহাজে ৩ হাজার ১৩৪ দশমিক ১০৬ টন স্টিল পাইপ এসেছে। সেগুলো খালাস করা হচ্ছে।
ভিয়েতনাম থেকে আসা এই পাইপ আগামী শুক্রবার নৌপথে সিরাজগঞ্জে নির্মাণাধীন বঙ্গবন্ধু রেলসেতুর কাছে পৌঁছে দেওয়া হবে বলে জানান তিনি।
এর আগে এই সেতুর জন্য গত ২২ জানুয়ারি ৩ হাজার ৩৫৩ দশমিক ৩৮৯ টন স্টিল পাইপ নিয়ে মোংলা বন্দরে আসে 'এমভি কুই ইয়া শান' জাহাজ।
মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মীর এরশাদ আলী বলেন, রামপাল বিদ্যুৎকেন্দ্র, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের মালপত্রসহ দেশের চলমান সব মেগা প্রকল্পের মালপত্র অগ্রাধিকার ভিত্তিতে মোংলা বন্দরে খালাস হচ্ছে। এ বন্দরের সক্ষমতা বেড়েছে।তিনি আরও বলেন, বন্দরের চলমান উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন হলে এ বন্দর ব্যবহারে ব্যবসায়ীরা আরও আগ্রহী হবেন। বঙ্গবন্ধু রেলসেতুর স্টিল পাইপও দ্রুত খালাস করা হবে বলে জানান তিনি।
- বিষয় :
- বঙ্গবন্ধু রেলসেতু
- মোংলা
- মোংলা বন্দর
- খুলনা
- বাগেরহাট