ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

আগে ফুল দেওয়া নিয়ে মহিলা আ. লীগের দুই নেতাকর্মীর হাতাহাতি

আগে ফুল দেওয়া নিয়ে মহিলা আ. লীগের দুই নেতাকর্মীর হাতাহাতি

লিপি আকতার (৩৮) ও কাউসার জাহান ওরফে কেয়া (৩০)।

ধুনট (বগুড়া) প্রতিনিধি

প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৩ | ০০:৫৬ | আপডেট: ২২ ফেব্রুয়ারি ২০২৩ | ০০:৫৬

বগুড়ার ধুনটে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহীদ মিনারে ফুল দেওয়াকে কেন্দ্র করে মহিলা আওয়ামী লীগের দুই নেত্রীকর্মী হাতাহাতি করে আহত হয়েছেন। তাদেরকে বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

তারা হলেন- উপজেলার চৌকিবাড়ি ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক লিপি আকতার (৩৮) ও উপজেলা মহিলা আওয়ামী লীগের কর্মী কাউসার জাহান ওরফে কেয়া (৩০)। 

দলীয় সূত্রে জানা গেছে, ধুনট উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি পপি রানী পোদ্দার ও সাধারণ সম্পাদক সুলতানা জাহানের মধ্যে  দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। ওই বিরোধের জেরে দুই নেত্রীর পক্ষের নেতাকর্মীরা পাল্টাপাল্টি বিভিন্ন কর্মসূচি পালন করে আসছিলেন। উপজেলা প্রশাসনের আয়োজনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রাত ১২টা ১ মিনিটে মুজিব চত্বর এলাকায় শহীদবেদীতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় উপজেলা মহিলা আওয়ামী লীগের দুই পক্ষ পৃথকভাবে শহীদ মিনারে আসে। কারা আগে ফুল দেবে তা নিয়ে দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। 

এ ঘটনার জের ধরে মঙ্গলবার বেলা দুইটার দিকে উপজেলা পরিষদ সড়কে একটি খাবারের হোটেলে লিপি ও কেয়ার কথা কাটাকাটির একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। এতে লিপি আকতারের নাক ফেটে যায়। কাউছার জাহান কেয়াও আহত হন। পরে নেতাকর্মীরা তাদের ধুনট হাসপাতালে ভর্তি করান। পরবর্তীতে কর্তব্যরত ডাক্তার দুইজনকে বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। 

ধুনট থানার ওসি রবিউল ইসলাম বলেন, মহিলা আওয়ামী লীগের দুই নেত্রীর মারামারির ঘটনা শুনেছি। তবে কেউ থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মহসিন আলম বলেন, বিষয়টি দলীয়ভাবে সমাধান করা হবে। 

আরও পড়ুন

×