ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

বনভোজনে এসে নদীতে গোসল করতে নামা শিক্ষার্থীর মৃত্যু, নিখোঁজ ১

বনভোজনে এসে নদীতে গোসল করতে নামা শিক্ষার্থীর মৃত্যু, নিখোঁজ ১

চাঁদপুর প্রতিনিধি

প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৩ | ১৫:২৬ | আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২৩ | ১৫:২৬

চাঁদপুরের মোহনপুর পর্যটন কেন্দ্রে মেঘনা নদীতে গোসল করতে নেমে শাহরিয়ার ইশতিয়াক শামস (১৬) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ছাত্র কুষ্টিয়া জেলার চৌড়হাসের জিয়াদুল ইসলামের ছেলে। এ ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানার কাইতলা এলাকার সুধাংশু সাহার ছেলে সুস্মিত সাহা (১৪) নামে এক শিক্ষার্থী নিখোঁজ রয়েছে। তারা নারায়ণগঞ্জের ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির ছাত্র।

নৌ পুলিশ চাঁদপুর জোনের এসপি মোহাম্মদ কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

ঘটনাস্থলে উপস্থিত এক শিক্ষার্থীর অভিভাবক বলেন, বৃহস্পতিবার সকালে নারায়ণগঞ্জ থেকে প্রিন্স কামাল-১ লঞ্চে মোহনপুর পর্যটন কেন্দ্রে বনভোজনে আসে নারায়ণগঞ্জ ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা। লঞ্চ থেকে নামার পরপরই দশম ও একাদশ শ্রেণির শিক্ষার্থীরা দৌড়ে নদীতে গোসল করতে নামে। প্রধান শিক্ষক এসে সবাইকে উঠিয়ে দিলেও পুনরায় নদীতে নামে তারা।

তিনি আরও জানান, এরপর দুপুর ১টার দিকে হঠাৎ হাবুডুবু খাওয়া অবস্থায় শামসকে উদ্ধার করে সহপাঠীরা। মুমূর্ষু অবস্থায় তাকে ছেংগারচর বাজারের একটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। একই সময় গোসল করতে নামা সুস্মিত সাহা নিখোঁজ হয়।

চাঁদপুর জোনের নৌ পুলিশ সুপার জানান, নারায়ণগঞ্জ থেকে প্রায় ৬০০ যাত্রী নিয়ে প্রিন্স কামাল-১ লঞ্চটি মোহনপুর পর্যটন কেন্দ্রে আসে। দুপুর ১টার দিকে নদীতে নামে ১০-১৫ জন। সবাই উঠলেও দু'জন নিখোঁজ হয়। পরে একজনকে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিখোঁজ আরেকজনকে উদ্ধারের চেষ্টা করছেন নৌ পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা।

আরও পড়ুন

×