মেয়ে আইভীর অভিযোগ
গোষ্ঠী স্বার্থে আলী আহাম্মদ চুনকার মূল্যায়ন হয়নি

ডা. সেলিনা হায়াৎ আইভী। ছবি: ফাইল
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৩ | ১৮:০০ | আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০২৩ | ২০:২৮
নারায়ণগঞ্জের প্রয়াত রাজনীতিক আলী আহাম্মদ চুনকাকে একটি গোষ্ঠীর স্বার্থে রাজনৈতিকভাবে মূল্যায়ন করা হয়নি। অথচ তিনি মানুষের ঘরে ঘরে আছেন। এমন মন্তব্য করেছেন আলী আহাম্মদ চুনকার মেয়ে ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী।
শনিবার দুপুরে নগরীর ডিআইটি এলাকার একটি মাদ্রাসায় আলী আহাম্মদ চুনকার মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া অনুষ্ঠানে এসব কথা বলেন ডা. আইভী।
তিনি বলেন, 'আলী আহাম্মদ চুনকা একজন রাজনৈতিক নেতা ছিলেন। সমাজে নেতৃত্ব দিয়েছেন, মানুষের কথা বলেছেন; জাতি-ধর্মের ঊর্ধ্বে উঠে মানবসেবায় কাজ করেছেন।'
আলী আহাম্মদ চুনকা যে মুক্তিযুদ্ধের একজন সংগঠকও ছিলেন, তা নারায়ণগঞ্জের অনেকে ভুলতে বসেছে উল্লেখ করে সিটি মেয়র বলেন, এই শহরে মিথ্যার এত ছড়াছড়ি যে সত্য হারিয়ে যাচ্ছে। কেউ সত্য বলতে চান না, কারণ তা অনেক কঠিন।
দোয়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি আবদুল কাদির, সাবেক যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জি এম আরাফাত, প্রচার সম্পাদক খালিদ হোসেন প্রমুখ।