ঢাকা সোমবার, ০৭ জুলাই ২০২৫

নিখোঁজ সুভাষ বাউলকে পাওয়া গেল কুষ্টিয়ায়

নিখোঁজ সুভাষ বাউলকে পাওয়া গেল কুষ্টিয়ায়

সুভাষ রোজারিও

চাটমোহর (পাবনা) প্রতিনিধি

প্রকাশ: ১৮ অক্টোবর ২০১৯ | ২২:৪৩ | আপডেট: ১৯ অক্টোবর ২০১৯ | ০৭:৪২

স্বেচ্ছায় নির্বাসনে যাওয়া এক বাউলকে নিখোঁজের ২৫ দিন পর উদ্ধার করেছে নাটোর জেলা পুলিশ।

শুক্রবার সন্ধ্যায় কুষ্টিয়ার হরিনারায়নপুর শ্মশান থেকে উদ্ধার ওই খ্রিস্টান বাউলের নাম সুভাষ রোজারিও ওরফে খ্যাপা বাউল।

শনিবার সকালে প্রেসবিফ্রিংয়ে নাটোর পুলিশ সুপার লিটন কুমার সাহা জানান, কোনও অপহরণ কিংবা আত্মগোপন নয়, শুধুমাত্র যোগ সাধনার উদ্দেশে নিভৃত স্থানে অবস্থানের জন্য জাগতিক সকল কিছু পরিত্যাগ করেছিলেন খ্রিস্টান বাউল ওরফে ক্ষ্যাপা বাউল সুভাষ রোজারিও।

পরিবারের অভিযোগ ছিল, পাবনার চাটমোহর রেলস্টেশন থেকে তাকে অপহরণ করেছিল কোনও চক্র। চাটমোহর থানায় করা জিডির সূত্র ধরে তাকে খুঁজে বের করতে পাবনা পুলিশ মাঠে নামে।

জানা যায়, সুভাষ রোজারিও (৪০) নাটোরেরে বড়াইগ্রাম উপজেলার চামটা গ্রামের প্রয়াত লুকাস রোজারিওর ছেলে। তিনি অবিবাহিত ও প্রখ্যাত লালন শিল্পী। খ্রিষ্টান সম্প্রদায়ের স্বনামে খ্যাত বাউল শিল্পী। অনেকে তাকে খ্যাপা বাউল নামে ডাকেন।

গত ২৪ সেপ্টেম্বর রাত সাড়ে ১০টার দিকে গাজীপুরে যাওয়ার উদ্দেশে জোনাইল বাজার থেকে সিএনজিতে চাটমোহর রেলস্টেশনে আসেন তিনি। তারপর থেকে তার কোন সন্ধান না পেয়ে পরিবারের পক্ষ থেকে থানায় জিডি করা হয়।

অনেক খোঁজাখুঁজি করেও বাউল সুভাষকে পাওয়া না গেলে ৫ অক্টোবর বড়াইগ্রাম থানায় একটি অপহরণ মামলা এবং চাটমোহর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়।

এ বিষয়ে সুভাষ রোজারিও বলেন, '২৪ সেপ্টেম্বর নিজ বাড়ি চামটা থেকে ঢাকা যাওয়ার উদ্দেশে সিএনজিতে চাটমোহর রেলস্টেশনে রাত সাড়ে ১১টায় পৌঁছালে সেখানে একটি চায়ের দোকানে চা ও সিগারেট খাওয়ার সময় আধ্যাত্মিক গান শুনে মনোজগতে পরিবর্তন হয়। পরে মোবাইল ফোন, মানিব্যাগসহ সবকিছু চায়ের দোকানে রেখে ভাব জগতের চিন্তা থেকে অজানার উদ্দেশে রওনা দিই।'

তিনি বলেন, আমাকে কেউ অপহরণ করেনি বা নিজে আত্মগোপন করিনি। শুধুমাত্র যোগসাধনার উদ্দেশে নির্ধারিত স্থানে অবস্থানের জন্য জাগতিক সব কিছু পরিত্যাগ করে অজানার উদ্দেশে রওনা করেছিলাম।

বড়াইগ্রাম থানার মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. সুমন আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন

×