ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

বাজারের ব্যাগে ২০ লাখ টাকার জাল নোট, গ্রেপ্তার দুই

বাজারের ব্যাগে ২০ লাখ টাকার জাল নোট, গ্রেপ্তার দুই

লোহাগাড়া (চট্টগ্রাম) সংবাদদাতা

প্রকাশ: ০১ মার্চ ২০২৩ | ১৬:৪২ | আপডেট: ০১ মার্চ ২০২৩ | ১৬:৪২

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় ২০ লাখ টাকার জাল নোটসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার উপজেলার চুনতি জাঙ্গালিয়ায় চট্টগ্রামগামী হানিফ পরিবহনের বাসে পুলিশের তল্লাশিতে জাল নোটসহ ধরা পড়েন তারা।

গ্রেপ্তার দু'জন হলেন- ভোলার দৌলতখান থানার চরপাড়া ইউনিয়নের হাওলাদার বাড়ির মোহাম্মদ বেলায়েতের ছেলে মো. রুবেল (৩২) ও চট্টগ্রাম জেলার সাতকানিয়া থানার কাঞ্চনা জোট পুকুরিয়া এলাকার প্রয়াত আবুল কাশেমের ছেলে ওমর আলী (৫০)।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান বলেন, জিজ্ঞাসাবাদে দু'জন জানিয়েছেন, কক্সবাজারের একজন সহযোগী জাল নোটগুলো বিনিময়ের জন্য তাদের সরবরাহ করেন। পবিত্র রমজানকে সামনে রেখে প্রতারক চক্রটি বাজারের ব্যাগে সবজির নিচে জাল নোটগুলো লুকিয়ে কক্সবাজার থেকে চট্টগ্রাম শহরে পাচার ও বিনিময় করার জন্য যাচ্ছিল।

তিনি জানান, জাল নোট পাচার ও বিনিময়ের উদ্দেশ্যে হেফাজতে রাখার অভিযোগে আটক দু'জন এবং তাদের পলাতক সহযোগীদের বিরুদ্ধে মামলা হয়েছে।

আরও পড়ুন

×