সরকারের নির্ভরতা সন্ত্রাসী-চাঁদাবাজের ওপর: আনু মুহাম্মদ

ছবি: সমকাল
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ০৩ মার্চ ২০২৩ | ২২:৪৯ | আপডেট: ০৩ মার্চ ২০২৩ | ২৩:২০
ত্বকী হত্যার ১০ বছর, সাগর-রুনি হত্যার ১১ বছর এবং তনু ধর্ষণ ও হত্যার সাত বছরেও বিচার হচ্ছে না। তার মানে খুনিরা যদি শক্তিশালী হয় এবং সরকারের সঙ্গে সম্পর্ক থাকে, তাহলে বিচার হয় না। দেশের মানুষ কী মনে করছে, তা নিয়ে সরকারের কিছু আসে যায় না। কারণ তারা এখন আর জনগণের ওপর নির্ভর করছে না। সরকারের নির্ভরতা সন্ত্রাসী, চাঁদাবাজ, মাফিয়া, দখলবাজ ও চাঁদাবাজের ওপর।
নারাণগঞ্জের মেধাবী ছাত্র তানভীর মোহাম্মদ ত্বকী হত্যার বিচার দাবিতে আয়োজিত সমাবেশে অর্থনীতিবিদ আনু মুহাম্মদ এসব কথা বলেন। হত্যার ১০ বছর উপলক্ষে শুক্রবার বিকেলে নগরীর কেন্দ্রীয় শহীদ মিনারে এ সমাবেশের আয়োজন করে সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চ।
আনু মুহাম্মদ আরও বলেন, বাংলাদেশ এখন পাকিস্তান মডেলে চলছে। পাকিস্তান আমলে ২২ পরিবার দেশ শাসন করেছে। এখন একইভাবে দেশ চলছে। পুলিশ, র্যাব ও দুর্নীতি দমন দমন কমিশন– কোনো প্রতিষ্ঠানকেই কাজ করতে দেয়া হচ্ছে না। সাগর-রুনি, তনু এসব হত্যার তদন্তও হয়নি। একমাত্র ত্বকী হত্যার কিছুটা তদন্ত হয়েছে। তারপরও বিচার হচ্ছে না। তবে বিচার আটকে থাকবে না। একদিন অবশ্যই ত্বকীর খুনিদের বিচার হবে। খুনিদের যারা বছরের পর বছর রক্ষা করেছে, তাদেরও বিচার হবে।
ত্বকীর বাবা রফিউর রাব্বির সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন মানবাধিকারকর্মী খুশি কবির, ত্বকী মঞ্চের সদস্য সচিব কবি হালিম আজাদ, নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সভাপতি অ্যাডভোকেট এ বি সিদ্দিক, জেলা ন্যাপের সাধারণ সম্পাদক আওলাদ হোসেন, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সভাপতি ভবানী শংকর রায়, জেলা বাসদ সভাপতি আবু নাঈম খান বিপ্লব ও জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি হাফিজুল ইসলাম।
পরে একটি মিছিল শহীদ মিনার থেকে বের হয়ে নগরীর দুই নম্বর রেলগেটে গিয়ে শেষ হয়।
- বিষয় :
- ত্বকী হত্যা
- আনু মুহাম্মদ
- নারায়ণগঞ্জ