'কৃমিনাশক খেয়ে' বোনের মৃত্যু, ২ ভাই হাসপাতালে

ফাইল ছবি
হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১৮ অক্টোবর ২০১৯ | ২৩:৪২ | আপডেট: ১৯ অক্টোবর ২০১৯ | ০০:১০
হবিগঞ্জ সদর উপজেলার উচাইল চারিনাও গ্রামে 'কৃমিনাশক সিরাপ' খেয়ে সাথী আক্তার (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। একই কারণে অসুস্থ হয়ে পড়েছে সাথীর ৭ বছর বয়সী দুই ভাই তোফাজ্জল ও রবিউল।
সাথী আক্তার চারিনাও গ্রামের সিরাজুল ইসলামের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে তিন সন্তানের জন্য কৃমিনাশক একটি সিরাপ কিনে করে বাড়িতে রাখেন সিরাজুল। রাতে ফার্মেসি ব্যবসায়ীর পরামর্শ অনুযায়ী তিন শিশুকে ওই কৃমিনাশক খাওয়ান। ওষুধ সেবনের কিছুক্ষণ পরই বমি হয় শিশুদের। সঙ্গে সঙ্গে তাদরেকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সাথীকে মৃত ঘোষণা করেন।
হবিগঞ্জ জেলা সদর হাসপাতালের চিকিৎসক হায়দারী আলী সমকালকে জানান, সাথীকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। বাকি দুই শিশু ওষুধের পার্শ্ব-প্রতিক্রিয়ায় অসুস্থ হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক। তাই উন্নত চিকিৎসার জন্য সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।