ঢাকা সোমবার, ০৭ জুলাই ২০২৫

বাগেরহাটে ছুরিকাঘাতে কলেজছাত্র নিহত

বাগেরহাটে ছুরিকাঘাতে কলেজছাত্র নিহত

নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট

প্রকাশ: ১৯ অক্টোবর ২০১৯ | ০০:৪৪

বাগেরহাটে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের ছুরিকাঘাতে তালিম মল্লিক (১৯) নামে এক কলেজছাত্র নিহত হয়েছে। 

শুক্রবার রাতে সদর উপজেলার খানজাহান (র.) মাজার এলাকায় তালিমকে ছুরিকাঘাত করে প্রতিপক্ষ। পরে স্থানীয়রা উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

নিহত তালিম মল্লিক সদর উপজেলার সিংড়াই গ্রামের ইয়াছিন মল্লিকের ছেলে। 

বাগেরহাট সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মো. রাফিউল ইসলাম বলেন, তামিম মল্লিককে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসে কিছু লোকজন। তার শরীরে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। 

তার মৃত্যুর খবরে জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র খান হাবিবুর রহমানসহ দলীয় নেতকর্মীরা হাসপাতালে ছুটে যান। তালিম ছাত্রলীগের কর্মী বলে দাবি করেন তারা।

এ সময় মেয়র বলেন, যারা এই ছাত্রলীগ কর্মীকে হত্যা করেছে তারা স্বাধীনতাবিরোধী চক্র। এঘটনায় জড়িতদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। 

বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  মাহাতাব উদ্দিন বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কথাকাটাকাটির এক পর্যায়ে প্রতিপক্ষ যুবকের ছুরিকাঘাতে তালিম মল্লিক নিহত হয়েছে। ঘাতককে আটক করতে পুলিশ অভিযান শুরু করেছে। 

আরও পড়ুন

×