ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

প্রেমিকাকে বিয়ে করতে অস্বীকৃতি, মামলায় প্রেমিক গ্রেপ্তার

প্রেমিকাকে বিয়ে করতে অস্বীকৃতি, মামলায় প্রেমিক গ্রেপ্তার

ফাইল ছবি

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ০৭ মার্চ ২০২৩ | ১৩:৩৫ | আপডেট: ০৭ মার্চ ২০২৩ | ১৩:৩৫

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় প্রেমিকাকে বিয়ে করতে অস্বীকৃতি জানানোয় নারী নির্যাতন মামলায় সুমন অধিকারী (২৬) নামের এক প্রেমিককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৭ মার্চ) উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের পীড়ারবাড়ী গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

কোটালীপাড়া থানার ওসি মো. জিল্লুর রহমান জানান, গ্রেপ্তার সুমনের সঙ্গে এক কলেজছাত্রীর প্রেমের সম্পর্ক ছিলো। গত সোমবার রাতে সুমন অধিকারী ওই ছাত্রীর সঙ্গে দেখা করতে গেলে স্থানীয়রা তাকে আটক করে। পরে ওই ছাত্রীকে বিয়ে করতে বললে সুমন অস্বীকৃতি জানান। এ ঘটনায় ওই কলেজছাত্রী বাদী হয়ে কোটালীপাড়া থানায় তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করে। ওই মামলায় সুমনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার সুমন অধিকারী উপজেলার রামশীল গ্রামের সুজিৎ অধিকারীর ছেলে।


আরও পড়ুন

×