ঢাকা সোমবার, ০৭ জুলাই ২০২৫

ফের রাজশাহী-ঢাকা মহাসড়ক অবরোধ রাবি শিক্ষার্থীদের

ফের রাজশাহী-ঢাকা মহাসড়ক অবরোধ রাবি শিক্ষার্থীদের

মহাসড়ক অবরোধ করে রাবি শিক্ষার্থীদের বিক্ষোভ -সমকাল

রাবি প্রতিনিধি

প্রকাশ: ১৯ অক্টোবর ২০১৯ | ০২:০১

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফিরোজ আনামকে ছুরিকাঘাত করে ছিনতাই চেষ্টার প্রতিবাদে শনিবার ফের মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি শিক্ষার্থীদের সঙ্গে কথা বললেও তারা সড়ক থেকে সরে যাননি।

একই দাবিতে শুক্রবার রাত পৌনে ১০টা থেকে ভোর ৪টা পর্যন্ত সড়ক অবরোধ করে শিক্ষার্থীদের নিরাপত্তার দাবিতে বিক্ষোভ করে তারা।

শুক্রবার রাত ৮টার দিকে অর্থনীতি বিভাগের শিক্ষার্থী ফিরোজ আনাম ছিনতাইকারীদের কবলে পড়েন। এ সময় আনাম চিৎকার করলে মোটরসাইকেল নিয়ে দ্রুত সটকে পড়ে ছিনতাইকারীরা। এর পর থেকে শিক্ষার্থীরা নিরাপত্তার দাবিতে আন্দোলন শুরু করেন।

এ ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন মতিহার জোনের সহকারী পুলিশ কমিশনার জয়নুল আবেদিন।

তবে অন্য আসামিদের ধরতে এবং তদন্তের স্বার্থে আটকদের নাম পরিচয় প্রকাশ করেননি পুলিশের এই কর্মকর্তা।

আরও পড়ুন

×