পুলিশের ওপর হামলা: শ্রমিক লীগ নেতাসহ তিনজন গ্রেপ্তার

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: ১৩ মার্চ ২০২৩ | ১৬:৪১ | আপডেট: ১৩ মার্চ ২০২৩ | ১৬:৪১
গ্রেপ্তার অন্য দু’জন হলেন– বাস্তা ইউনিয়ন কৃষক লীগের সহসভাপতি নূর মোহাম্মদ ও তাঁদের সহযোগী হানিফ মিয়া।
পুলিশ জানায়, রাতের আঁধারে দুষ্কৃতকারীরা বাস্তা ইউনিয়নের ভাওয়ারবেটি এলাকায় স্থানীয়দের জমির মাটি কাটছিল। জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন পেয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ গিয়ে এতে বাধা দেয়।
এ সময় জয়নাল আবেদীন পুলিশ সদস্যদের ওপর চড়াও হন। এক পর্যায়ে পুলিশ সদস্যদের ওপর তাঁরা হামলা চালান। এ সময় থানার এসআই সাইদুর রহমান, এসআই নির্মল সেন ও এক কনস্টেবল আহত হন। পরে ঘটনাস্থল থেকে জয়নাল, নুর মোহাম্মদ ও হানিফকে গ্রেপ্তার করা হয়।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহজামান বলেন, পুলিশের ওপর হামলার ঘটনায় মোট তিনজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। এলাকার চিহ্নিত সন্ত্রাসী জয়নালের বিরুদ্ধে দস্যুতা, মাদক, ছিনতাই, চাঁদাবাজিসহ সাতটি মামলা রয়েছে।
- বিষয় :
- পুলিশ
- হামলা
- গ্রেপ্তার
- শ্রমিক লীগ
- ঢাকা
- কেরানীগঞ্জ