ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

হত্যাকারীদের ফাঁসির দাবিতে বিক্ষোভ

হত্যাকারীদের ফাঁসির দাবিতে বিক্ষোভ

ফেরদৌস হত্যাকারীদের ফাঁসির দাবিতে বিক্ষোভ। ছবি-সমকাল

দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৬ মার্চ ২০২৩ | ১২:৪১ | আপডেট: ১৬ মার্চ ২০২৩ | ১২:৪১

দেওয়ানগঞ্জে ফেরদৌস হত্যাকারীদের ফাঁসির দাবিতে বিক্ষোভ করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলার উত্তর গামারিয়া থেকে বিক্ষোভ মিছিল বের করে নিহতের পরিবার ও গ্রামবাসী। বিক্ষোভ মিছিলটি দেওয়ানগঞ্জ শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে থানার সামনে অবস্থান কর্মসূচি পালন করে। পরে উপজেলা চত্ত্বরে এসে বিক্ষোভ মিছিলটি শেষ হয়। বিক্ষোভ শেষে ইউএনও বরাবর স্মারকলিপি দেন বিক্ষোভকারীরা। 

জানা গেছে, উত্তর গামারিয়া গ্রামের মুর্শেদ কর্মকারের মেয়ে মিষ্টি আক্তারের বিয়ে হয় একই গ্রামের আনোয়ার হোসেনের সঙ্গে। কিন্তু বনিবনা না হওয়ায় কয়েক মাস আগে আনোয়ারকে ত্যাগ করে একই গ্রামের ফেরদৌস হাসানকে বিয়ে করেন মিষ্টি আক্তার। কিন্তু বিয়ের কিছু দিন পর থেকে টাকার জন্য ফেরদৌসের সঙ্গে বিবাদে জড়ান তিনি। প্রাণনাশের হুমকিও দেওয়া হয়। এ নিয়ে মিষ্টি আক্তারের বিরুদ্ধে আদালতে মামলা করেন ফেরদৌস। কয়েক দিন আগে দেড় লাখ টাকা নিয়ে দ্বিতীয় স্বামীকেও তালাক দেন ওই নারী।

নিহত ফেরদৌস হাসানের ভাই আমজাদ জানান, গত ১১ মার্চ রাতে গোপনে ফেরদৌস হাসানকে তার দোকান থেকে ডেকে নিয়ে অপহরণ করে। এ নিয়ে থানায় জিডি করে তার পরিবার। ১৩ মার্চ রাতে তাকে হত্যা করে গ্রামের ভূট্টাক্ষেতে পুতে রাখা হয়। ১৪ মার্চ তার মরদেহ পাওয়া যায়।

নিহতের প্রথম স্ত্রী নাজমা আক্তার বলেন, ফেরদৌস হাসানের মরদেহ উদ্ধারের পর ১৪ মার্চ রাতে মিষ্টি, তার সাবেক সামী আনোয়ারসহ সাতজনকে আসামি করে থানায় হত্যা মামলা করেন তিনি। এর মধ্যে মিষ্টি আক্তার ও সজিব নামে দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

নিহত ফেরদৌসের মা বুলি বেগমের অভিযোগ, তার ছেলেকে ফুসলিয়ে বিয়ে করে মিষ্টি আক্তার। পরে নাটকীয়ভাবে তালাক দিয়ে দেড় লাখ টাকা জরিমানা আদায় করে। তার পরেও থেমে থাকেনি তারা। শেষ পর্যন্ত তাকে হত্যা করে মাটিতে পুতে রাখে। জড়িতদের গ্রেপ্তার করে ফাঁসির দাবি জানান তিনি।

দেওয়ানগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল চন্দ্র ধর জানান, বাকী আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। 

স্মারকলিপি পাওয়ার সত্যতা নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুন্নাহার শেফা। তিনি বলেন, ফেরদৌস হাসানের প্রকৃত হত্যাকারীদের বিচারের ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হবে।

আরও পড়ুন

×