পদ্মা নদী থেকে অর্ধগলিত লাশ উদ্ধার

প্রতীকী ছবি
গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
প্রকাশ: ৩১ মার্চ ২০২৩ | ১৭:০৪ | আপডেট: ৩১ মার্চ ২০২৩ | ১৭:০৪
গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাট এলাকায় পদ্মা নদী থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বিকেল ৩টার দিকে দৌলতদিয়া ঘাট নৌ-পুলিশ মরদেহটি উদ্ধার করে।
এর আগে স্থানীয়রা ঘাট সংলগ্ন ছাত্তার মেম্বার পাড়া এলাকায় পদ্মা নদীর তীরের কাছাকাছি মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।
স্থানীয়দের ধারণা, কয়েক দিন আগে যুবককে হত্যা করে পদ্মা অথবা যমুনা নদীতে ফেলে দেয় দুর্বৃত্তরা।
দৌলতদিয়া ঘাট নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ জেএম সিরাজুল কবির বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পদ্মা বা যমুনা নদীর পশ্চিম দিক থেকে ভেসে এসেছে মরদেহ। সেটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।
- বিষয় :
- দৌলতদিয়া
- পদ্মা নদী
- লাশ উদ্ধার