যুবক ও গৃহবধূকে গাছে বেঁধে নির্যাতন: ইউপি সদস্যসহ গ্রেপ্তার ৩

দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৩ | ১৫:৫৬ | আপডেট: ০৫ এপ্রিল ২০২৩ | ১৫:৫৬
কুমিল্লার দেবিদ্বারে অনৈতিক সম্পর্কের অভিযোগে প্রবাসী যুবক ও গৃহবধূকে গাছে বেঁধে নির্যাতনের ঘটনায় ইউপি সদস্যসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ বুধবার তাদের জেলহাজতে পাঠানো হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিরা হলো– এলাহাবাদ ইউপির সদস্য আবুল হাসেম সরকার, রমিজ উদ্দিন, সাদেকুর রহমান।
স্থানীয়রা জানান, গতকাল মঙ্গলবার ভোরে এলাহাবাদ ইউনিয়নের একটি বাড়িতে অনৈতিক সম্পর্কের অভিযোগে এক প্রবাসী যুবক ও এক গৃহবধূকে গাছে বেঁধে নির্যাতন করা হয়। একই দিন দুপুর ১২টায় তাদের নিয়ে সালিশ করেন স্থানীয়রা। পরে সালিশে কোনো সিদ্ধান্ত ছাড়াই নির্যাতনের শিকার যুবককে স্বজনের জিম্মায় ছেড়ে দেওয়া হয়। গৃহবধূকে এক কাপড়ে বাবার বাড়ি পাঠিয়ে দেওয়া হয়।
এ ঘটনায় ১১ জনকে আসামি করে থানায় মামলা করেন ভুক্তভোগী যুবক। এ মামলার বাকি তিন আসামি আব্দুর রশিদ, মো. রমজান ও অহিদ মিয়া।
দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমল কৃষ্ণ ধর বলেন, যুবক ও গৃহবধূকে গাছে বেঁধে নির্যাতনে জড়িত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।