ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

বিশ্ব বাজারে দাম বাড়ায় দেশেও বেড়েছে: বাণিজ্যমন্ত্রী

বিশ্ব বাজারে দাম বাড়ায় দেশেও বেড়েছে: বাণিজ্যমন্ত্রী

পঞ্চগড়ে নর্থ পয়েন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি। ছবি: সমকাল

পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৩ | ১৩:২৫ | আপডেট: ০৮ এপ্রিল ২০২৩ | ১৩:২৫

বিশ্ব বাজারে পণ্যের দাম বাড়ায় দেশেও বেড়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি। 

তিনি বলেন, বিশ্ব বাজারে পণ্যের দাম বাড়ায় তার প্রভার পড়েছে দেশে। ইংল্যান্ডের মত দেশে তিনটির বেশি টমেটো না কেনার নিয়ম রয়েছে। সেই হিসেবে আমরা ভালো আছি। আর রমজানে দ্রব্যমূল্য সহনীয় রাখতে চেষ্টা করা হচ্ছে।’

শনিবার দুপুরে পঞ্চগড় সদর উপজেলার দাড়িয়াপাড়ায় নর্থ পয়েন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালের ভিত্তি স্থাপন এবং নির্মাণকাজের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী আরও বলেন, ‘আমাদের অনেকে ভারতে চিকিৎসার জন্য যান। এক হাজার শয্যার আন্তর্জাতিক মানের হাসপাতাল নির্মিত হলে চিকিৎসার জন্য তারাই এখানে আসবে। ভারত, নেপাল, ভুটানসহ আশপাশের দেশগুলো থেকে শিক্ষার্থীরা এখানে পড়তে আসবেন। এতে রংপুর বিভাগের অর্থনীতির চিত্র বদলে যাবে।’

চায়না নাগরিক জুয়াং লিফেং এবং স্থানীয় কয়েকজনের যৌথ অর্থায়নে প্রায় আড়াই হাজার কোটি টাকায় ৩২ একর জমিতে নর্থ পয়েন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। 

অনুষ্ঠানে পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য মজাহারুল হক প্রধান, বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন, পঞ্চগড়ের জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম, পুলিশ সুপার এসএম সিরাজুল হুদা, জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল হান্নান শেখ, নর্থ পয়েন্ট মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যান জুয়াং লিফেং, ব্যবস্থাপনা পরিচালক জাহাঙ্গীর আলম রানাসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


আরও পড়ুন

×