ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করলে দাঁতভাঙা জবাব: তালুকদার খালেক

নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করলে দাঁতভাঙা জবাব: তালুকদার খালেক

তালুকদার আব্দুল খালেক

খুলনা ব্যুরো

প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৩ | ১৬:১৩ | আপডেট: ০৮ এপ্রিল ২০২৩ | ১৬:১৩

অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য নেতাকর্মীকে সব ধরনের প্রস্তুতি রাখার আহ্বান জানিয়েছেন খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক। তিনি বলেছেন, সিটি করপোরেশন নির্বাচন নিয়ে কেউ ষড়যন্ত্র করলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে। নির্বাচনে বিজয় অর্জনের পূর্বশর্ত সংগঠনকে শক্তিশালী করা। সংগঠন শক্তিশালী হলে কোনো অপশক্তি ধারেকাছে আসতে পারবে না।

শনিবার মহানগর আওয়ামী লীগের জরুরি বর্ধিত সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা।

তালুকদার আব্দুল খালেক বলেন, আগামী সিটি করপোরেশন নির্বাচন জাতীয় সংসদ নির্বাচনের ‘এসিড টেস্ট’। এই নির্বাচনে বিজয় অর্জন করতে পারলে জাতীয় সংসদ নির্বাচন অনেক সহজ হয়ে যাবে। ঈদের আগে ভোটকেন্দ্রভিত্তিক কমিটি গঠন করে মহানগর আওয়ামী লীগের দপ্তর শাখায় জমা দিতে হবে।

সভায় ২-৩ দিনের মধ্যে দলীয় মনোনয়ন সংগ্রহ করতে ঢাকায় যাওয়ার এবং সেন্টার কমিটি গঠন করে তা ঈদের আগে মহানগর আওয়ামী লীগের দপ্তর শাখায় জমা দেওয়ার সিদ্ধান্ত হয়। সভায় আরও বক্তব্য দেন মহানগর আওয়ামী লীগের সহসভাপতি কাজী আমিনুল হক, বেগ লিয়াকত আলী, বীর মুক্তিযোদ্ধা নুর ইসলাম প্রমুখ।


আরও পড়ুন

×