ওষুধ চুরি, চমেক হাসপাতালের ওয়ার্ডবয় গ্রেপ্তার

গ্রেপ্তার চমেক হাসপাতালের ওয়ার্ডবয় সাদ্দাম হোসেন। ছবি: সংগৃহীত
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৩ | ১৯:০৪ | আপডেট: ১০ এপ্রিল ২০২৩ | ০৫:১১
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের সরকারি ওষুধ চুরির অভিযোগে মো. সাদ্দাম হোসেন (৩৩) নামে এক ওয়ার্ডবয়কে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি হাসপাতালের ১৩ নম্বর মেডিসিন ওয়ার্ডে বিশেষ অনুমতির ভিত্তিতে কাজ করতেন।
রোববার সকালে হাসপাতালের পূর্ব গেইটের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সাদ্দাম হোসেন রাউজানের মোগারদিঘী এলাকার মুজিবুল হকের ছেলে।
চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে হাসপাতাল থেকে ওষুধ চুরি করে বিক্রি করতে যাওয়ার পথে পুলিশ সাদ্দাম হোসেনকে গ্রেপ্তার করে। এসময় তার কাছ থেকে বেশকিছু সরকারি ওষুধ উদ্ধার হয়।
তিনি আরও বলেন, এ ঘটনায় সাদ্দাম হোসেনকে বিরুদ্ধে মামলা করে আদালতে পাঠানো হয়েছে। ওষুধ চুরির কাজে আর কে বা কারা জড়িত সেটিও খতিয়ে দেখা হচ্ছে।
- বিষয় :
- চমেক
- ওষুধ
- চট্টগ্রাম মেডিকেল কলেজ
- ওষুধ চুরি