যৌন হয়রানির অভিযোগ
সিলেটে সাংস্কৃতিক জোট সভাপতিকে অব্যাহতি, শাস্তি দাবি

প্রতীকী ছবি।
সিলেট ব্যুরো
প্রকাশ: ১০ এপ্রিল ২০২৩ | ১৫:২৮ | আপডেট: ১০ এপ্রিল ২০২৩ | ১৫:২৮
নারী কর্মীকে যৌন হয়রানির অভিযোগে সম্মিলিত সাংস্কৃতিক জোট সিলেটের সভাপতি আবৃত্তি শিল্পী আমিনুল ইসলাম চৌধুরী লিটনকে অব্যাহতি দেওয়া হয়েছে। গত শনিবার রাতে সম্মিলিত সাংস্কৃতিক জোট জরুরি সভা করে তাঁকে দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছে। এ ছাড়া দ্বৈতস্বরের প্রতিনিধি হিসেবে জোটের প্রতিনিধি পরিষদের সদস্য পদও বাতিল করা হয়েছে।
এদিকে লিটনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবিতে গতকাল সোমবার সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মানববন্ধন করেছে সংক্ষুব্ধ নাগরিক আন্দোলন নামের একটি প্ল্যাটফর্ম। শাবিপ্রবির অধ্যাপক নাজিয়া চৌধুরীর সভাপতিত্বে এবং সাংস্কৃতিক সংগঠক পান্না জান্নাতের পরিচালনায় এতে বক্তব্য দেন সংক্ষুব্ধ নাগরিক আন্দোলনের সমন্বয়ক আব্দুল করিম কিম, সম্মিলিত নাট্য পরিষদের সাধারণ সম্পাদক মোস্তাক আহমদ, সাংস্কৃতিক সংগঠক অম্বরিশ দত্ত, নিরঞ্জন দে যাদু, এনামুল মুনির প্রমুখ।
সম্প্রতি লিটন তাঁর থিয়েটারের এক নারীকর্মীকে নিয়ে বিরূপ মন্তব্য করেন। বিষয়টি নিয়ে ওই কর্মী নিজের ফেসবুকে পোস্ট করলে সমালোচনা শুরু হয়। এ ছাড়া একাধিক নারী লিটনের বিরুদ্ধে হয়রানির অভিযোগ তোলেন। এর মধ্যে যৌন হয়রানিমূলক কথোপকথনের একটি অডিও রেকর্ড ফাঁস হয়। এরপর তোলপাড় শুরু হয়। এমন অবস্থায় সংগঠনের সহসভাপতি শামসুল আলম সেলিমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক গৌতম চক্রবর্তীর পরিচালনায় জরুরি সভায় তাঁকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হলো।
এদিকে লিটন গত রোববার তাঁর ফেসবুকে ‘মিথ্যা অভিযোগ ও কুৎসার বিরুদ্ধে আমার বক্তব্য’ নামে একটি পোস্ট করেন। এতে তিনি উত্থাপিত অভিযোগকে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক দাবি করে বলেন, ‘যাঁরা আমার নামে মিথ্যা অভিযোগ ছড়াচ্ছেন, আশা করি আদালতে আপনাদের বক্তব্যের সত্যতা প্রমাণ করতে পারবেন। তবে অনুরোধ করব ব্যক্তিগত ক্ষোভ, আক্রোশ, প্রতিহিংসার জন্য সিলেটের পুরো সাংস্কৃতিক অঙ্গনকে বিব্রত করা থেকে বিরত থাকবেন।’
- বিষয় :
- যৌন হয়রানি
- সাংস্কৃতিক জোট
- সিলেট