ডিবি পুলিশের ৫ সদস্যের বিরুদ্ধে মামলা, তদন্তের নির্দেশ

প্রতীকী ছবি
পিরোজপুর অফিস
প্রকাশ: ১১ এপ্রিল ২০২৩ | ১৩:২৩ | আপডেট: ১১ এপ্রিল ২০২৩ | ১৩:২৪
পিরোজপুর জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ৫ সদস্যের বিরুদ্ধে মামলা হয়েছে। মঙ্গলবার পিরোজপুর জেলা ও দায়রা জজ আদালতে মামলা রুজু হয়। আদালতের বিচারক মো. মহিদুজ্জামান মামলাটি জুডিশিয়াল তদন্তের আদেশ দিয়েছেন।
মামলার বাদী ইন্দুরকানী উপজেলার পত্তাশী গ্রামের মো. মাসুম হাওলাদার।
মামলার আসামিরা হলেন- ডিবির এসআই নূরুল আমীন হাওলাদার, কনস্টেবল মো. রেজওয়ান হাওলাদার, মো. আব্দুর রাজ্জাক, মো. মামুন মিয়া ও মো. শাহ জালাল মিয়া।
জানা যায়, ২০২২ সালের ৩১ আগস্ট আসামিরা বাদী মো. মাসুম হাওলাদারকে ঘরে ঢুকে কিল-ঘুষি-চড়-থাপ্পড় মারেন। একপর্যায়ে বাদী মাটিতে লুটিয়ে পড়েন এবং জ্ঞান হারান। জ্ঞান ফিরলে আসামিরা তাকে টেঁনেহিচড়ে বাহিরে নিয়ে যান। পরে তাকে গ্রেপ্তার করে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে চালান করা হয়। জামিনে মুক্ত হয়ে তিনি মামলা করেন।
মামলার শুনানি শেষে পিরোজপুরের সেশন জজ আদালতের বিচারক জুডিশিয়াল তদন্তের আদেশ দেন।
বাদীর পক্ষে মামলার শুনানিতে অংশ নেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এম সরোয়ার হোসেন এবং তার সঙ্গে ছিলেন পিরোজপুর আইনজীবী সমিতির অ্যাডভোকেট জসিম উদ্দিন আহমেদ।
- বিষয় :
- ডিবি পুলিশ
- জেলা ও দায়রা জজ আদালত
- মামলা
- বরিশাল