চট্টগ্রাম-৮ উপনির্বাচন
প্রার্থিতা ফিরে পেয়ে প্রতীক নিয়ে মাঠে আরও দুই প্রার্থী

কামাল পাশা ও মীর মোহাম্মদ রমজান আলী
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ১২ এপ্রিল ২০২৩ | ১২:১০ | আপডেট: ১২ এপ্রিল ২০২৩ | ১২:১০
চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-চান্দগাঁও) আসনের উপনির্বাচনে প্রার্থিতা ফিরে পেয়েছেন দুই প্রার্থী। তাঁরা হলেন স্বতন্ত্র মীর মোহাম্মদ রমজান আলী ও ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) কামাল পাশা। তাঁদের মধ্যে মঙ্গলবার প্রতীক বরাদ্দ দেন রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ হাসানুজ্জামান। কামাল পাশা দলীয় প্রতীক ‘আম’ ও রমজান আলী পেয়েছেন ‘একতারা’।
এ নিয়ে মোট প্রার্থী হলেন পাঁচজন। বাকিরা হলেন আওয়ামী লীগের নোমান আল মাহমুদ, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের সৈয়দ মোহাম্মদ ফরিদ উদ্দীন ও বাংলাদেশ ইসলামী ফ্রন্টের সেহাব উদ্দিন মুহাম্মদ আবদুস সামাদ।
আগামী ২৭ এপ্রিলের এ নির্বাচন ঘিরে প্রার্থীরা আজ বুধবার বিভিন্ন স্থানে গণসংযোগ ও পথসভা করেছেন।
রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ হাসানুজ্জামান বলেন, ‘হাইকোর্ট কামাল পাশা ও রমজান আলীর প্রার্থিতা ফিরিয়ে দেওয়ার নির্দেশনা দেন। এ জন্য তাঁদের মধ্যে প্রতীক বরাদ্দ দিয়ে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ করে দেওয়া হয়েছে।’
নির্বাচনী এলাকার এক শতাংশ ভোটারের স্বাক্ষর সম্বলিত তালিকা জমা না দেওয়ায় রমজান আলীর এবং ঋণখেলাপি হওয়ায় কামাল পাশার মনোনয়ন বাতিল করেছিল নির্বাচন কমিশন।