৩ মাসের শিশুকে আছাড় মেরে হত্যার অভিযোগ, বাবা আটক

কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
প্রকাশ: ১২ এপ্রিল ২০২৩ | ১৬:০৪ | আপডেট: ১২ এপ্রিল ২০২৩ | ১৬:০৫
এ ঘটনায় শিশুটির বাবা মো. শাকিলকে আটক করেছে পুলিশ। তিনি ওই এলাকার আলম মাঝির ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দেড় বছর আগে শাকিলের সঙ্গে লক্ষ্মীপুর সদর উপজেলার সুতারগোপ্টা এলাকার আব্দুল গণির মেয়ে নূপুর বেগমের বিয়ে হয়। এরই মধ্যে তিন মাস আগে তাঁদের সংসারে সামিয়া আক্তার নামে একটি সন্তান আসে।
আজ দুপুরে নূপুর বাবার বাড়িতে যেতে চাইলে শাকিল বাধা দেন। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া-বিবাদ শুরু হয়। একপর্যায়ে শাকিল স্ত্রীর কোল থেকে মেয়ে সামিয়াকে কেড়ে নিয়ে মাটিতে আছাড় মারেন। এতে শিশুটি গুরুতর আহত হয়। এরপর হাসপাতালে নেওয়ার পথে শিশুটি মারা যায়। খবর পেয়ে পুলিশ শিশুটির লাশ উদ্ধার এবং অভিযুক্ত শাকিলকে আটক করে।
কমলনগর থানার ওসি মোহাম্মদ সোলাইমান জানান, শিশুটির লাশ ময়নাতদন্তে লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। শাকিলের বিরুদ্ধে তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
- বিষয় :
- শিশু
- শিশু হত্যা
- বাবা আটক
- চট্টগ্রাম
- লক্ষ্মীপুর
- কমলনগর