নাটোরে বিস্কুট কিনে ফেরার পথে প্রাণ গেল শিশুর

প্রতীকী ছবি
নাটোর প্রতিনিধি
প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৩ | ১৬:১৬ | আপডেট: ১৩ এপ্রিল ২০২৩ | ১৬:১৬
নাটোরের বড়াইগ্রামে যাত্রীবাহী বাসের চাপায় শাওন (১১) নামে এক শিশু নিহত হয়েছে। এ সময় তার সঙ্গে থাকা চাচাতো বোন তৃষা খাতুন (৪) আহত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে বড়াইগ্রামের বনপাড়া-পাবনা মহাসড়কের গড়মাটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শাওন একই গ্রামের সাইদুল ইসলামের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বড়াইগ্রামের গড়মাটি এলাকার সাইদুল ইসলামের ছেলে শাওন দোকান থেকে বিস্কুট কিনে নিয়ে চাচাতো বোনকে সঙ্গে নিয়ে বাড়ি ফিরছিল। রাস্তা পরাপারের সময় পাবনা থেকে ছেড়ে আসা গাইবান্ধাগামী মিতালী পরিবহন তাদের চাপা দেয়। এতে দু’জনেই গুরুতর আহত হয়। উদ্ধার করে বনপাড়া পাটোয়ারী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শাওনকে মৃত ঘোষণা করেন।
বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান জানান, মিতালী পরিবহনের বাসটি জব্দ করে করা হয়েছে। তবে বাসচালক পালিয়েছে।
- বিষয় :
- নাটোর
- যাত্রীবাহী বাসের চাপা
- শিশু নিহত