বিএনপির ৩৫ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দিয়েছে সরকার: খসরু

চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৩ | ১৭:০০ | আপডেট: ১৬ এপ্রিল ২০২৩ | ১৭:০০
সরকার বিএনপির ৩৫ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।
তিনি বলেন, দলের নেতাকর্মীরা জনগণের পাশে দাঁড়িয়ে তাদের নিয়ে ভাবছে, আগামী রাষ্ট্র কীভাবে হবে, সেটি নিয়ে চিন্তা করছে। তারা রাস্তায় দাঁড়িয়ে মানুষের অধিকারের কথা বলছে। এ জন্য কত নির্যাতনের শিকার হয়েছে, তা ভাষায় প্রকাশ করা যাবে না। ৩৫ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দিয়েছে এই সরকার। অনেককে হত্যা করেছে, গুম করেছে, জেলে পুরেছে। তবুও জনগণের পাশে বিএনপি।
রোববার চট্টগ্রাম মহানগর বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আমীর খসরু আরও বলেন, জনগণ শেখ হাসিনার অধীনে নির্বাচন চায় না, জনগণ এই সরকারের পদত্যাগ চায়। কারণ, এই সরকার বিগত নির্বাচনে কী করেছে, তা সবাই জানে। তাই আগে সরকারকে পদত্যাগ করতে হবে। তার পর রাষ্ট্রকাঠামো মেরামত করতে হবে। নির্দলীয় নিরপেক্ষ সরকার গঠন করতে হবে। সেই নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে দেশের মানুষ নির্বাচনে যাবে।
বিশেষ অতিথির বক্তব্যে বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ নাছির উদ্দিন বলেন, এই সরকার একটি দুর্নীতিবাজ সরকার। দুর্নীতির কারণে দেশ আজ বেহাল।
চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেনের সভাপতিত্বে এবং সদস্য সচিব আবুল হাশেম বক্করের সঞ্চালনায় এতে আরও বক্তব্য দেন উত্তর জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খোন্দকার, এস এম ফজলুল হক, বিএনপির শ্রমবিষয়ক সম্পাদক নাজিম উদ্দিন, চট্টগ্রাম বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক জালাল উদ্দিন মজুমদার, কেন্দ্রীয় বিএনপির সদস্য হুম্মাম কাদের চৌধুরী প্রমুখ।