ডুলাহাজারা সাফারি পার্ক
দর্শনার্থীর মন কাড়বে উটপাখি-ম্যাকাও

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৩ | ১৮:০০ | আপডেট: ১৮ এপ্রিল ২০২৩ | ০৮:৪৫
ঈদ সামনে রেখে দর্শনার্থীর সর্বোচ্চ সেবাদান ও প্রাণিকুলের নিরাপত্তায় ব্যাপক প্রস্তুতি নিয়েছে ডুলাহাজারায় অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক কর্তৃপক্ষ। পার্কে কর্মরতরা জানিয়েছেন, প্রচণ্ড গরমের মধ্যে দর্শনার্থীরা যেন একটু স্বাচ্ছন্দ্যে ঘুরে বেড়াতে পারেন, সেজন্য পার্কে শেড নির্মাণ, পরিচ্ছন্নতাসহ নানা কাজ চলছে। এবার আগত দর্শণার্থীর মন কেড়ে নেবে উটপাখি ও ম্যাকাও। এরই মধ্যে গাজীপুরের বঙ্গবন্ধু সাফারি পার্ক থেকে দুই জোড়া উটপাখি, ম্যাকাওসহ আরও কিছু পশুপাখি এনে অবমুক্ত করা হয়েছে।
জানা গেছে, গত ফেব্রুয়ারিতে গাজীপুর সাফারি পার্ক থেকে আনার পর একটি মেয়ে উটপাখি ডিম দিতে শুরু করে। ১০টি ডিম দেওয়ার পর পার্ক কর্তৃপক্ষ এখন ডিমগুলো ফোটানোর জন্য তৎপরতা শুরু করেছে। তবে পার্কে ডিম ফোটানোর জন্য রয়েছে একটি ইনকিউবেটর। অতীতে ইমুপাখি ও কুমির ডিম দিলেও ইনকিউবেটরের অভাবেই বাচ্চা ফোটানো সম্ভব হয়নি। ইমুর ডিম থেকে স্বাভাবিকভাবে কয়েকবার বাচ্চা ফুটলেও শেষ পর্যন্ত সেগুলোকে বাঁচানো যায়নি। এবার সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজহারুল ইসলামের নিজস্ব উদ্যোগে ইনকিউবেটরের ব্যবস্থা করে উটপাখির ১০টি ডিম স্বাভাবিক তাপমাত্রায় রেখে ফোটানোর প্রক্রিয়া চালানো হচ্ছে।এ ব্যাপারে মাজহারুল ইসলাম বলেন, ৫২ দিন ডিমগুলো স্বাভাবিক তাপমাত্রায় থাকলে বাচ্চা আসার কথা। ইতোমধ্যে ইনকিউবেটরে ৪১ দিন অতিবাহিত হয়েছে। আশা করা যায়, ১১ দিন পর উটপাখির সংসারে নতুন অতিথি আসবে। পার্ক ও চট্টগ্রামের বন্যপ্রাণী সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা রফিকুল ইসলাম চৌধুরী বলেন, অস্বাভাবিক গরমের কারণে সাফারি পার্কে বর্তমানে দর্শনার্থীর সংখ্যা একটু কম। ঈদের সময় তাপদাহ অব্যাহত থাকলে হয়তো দর্শনার্থী আশানুরূপ হবে না। তারপরও আমরা দর্শনার্থীর চাপ সামলাতে সর্বোচ্চ প্রস্তুতি রাখছি। পার্ক কর্তৃপক্ষ দর্শনার্থীদের স্বার্থে সব ধরনের আয়োজন সম্পন্ন করে রেখেছে।