ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

বিপণিবিতানে আগুন রোধে সিএমপির ৫ নির্দেশনা

বিপণিবিতানে আগুন রোধে সিএমপির ৫ নির্দেশনা

ফাইল ছবি

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৩ | ১৪:০৩ | আপডেট: ১৮ এপ্রিল ২০২৩ | ১৪:০৩

রাজধানীর বঙ্গবাজার ও নিউমার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর বাণিজ্যিক নগরী চট্টগ্রামের বিভিন্ন মার্কেটকের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে অগ্নি দুর্ঘটনা এড়াতে নগরের ৬৬টি বিপণিবিতান মালিক সমিতিকে চিঠি দিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার।

মঙ্গলবার পাটানো ওই চিঠিতে পাঁচটি নির্দেশনা দেওয়া হয়েছে। সেগুলো হলো– বিপণিবিতানে পর্যাপ্ত সংখ্যক স্বেচ্ছাসেবক ও নিরাপত্তা প্রহরী নিয়োগ দেওয়া, রাতে বিশেষ করে মার্কেট বন্ধ হয়ে যাওয়ার পর সমিতির সদস্যদের নিয়ে পালা করে পাহারা, প্রযোজ্য স্থানে সিসিটিভি ক্যামেরা স্থাপন করে ২৪ ঘণ্টা নজরদারির ব্যবস্থা, পর্যাপ্ত পরিমাণ অগ্নিনির্বাপক সরঞ্জামাদির ব্যবস্থা রাখা এবং ফায়ার সার্ভিসের গাড়ি সহজে মার্কেটে আসা-যাওয়া করতে পারে সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া।

সিএমপি কমিশনার কৃষ্ণ পদ রায় স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, রাজধানীর বঙ্গবাজার, নিউ সুপার মার্কেটসহ বিপণিবিতান ও পাইকারি ব্যবসার আড়তে ভয়াবহ অগ্নিকাণ্ডে ব্যবসায়ীরা সর্বশান্ত হয়ে পড়েছেন।

এতে আরও বলা হয়েছে, চট্টগ্রামের কিছু মার্কেট ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচনা করা হচ্ছে। এজন্য চট্টগ্রামে এমন দুর্ঘটনা এড়াতে বিপণিবিতান ও মার্কেটগুলোতে বিষয়গুলো যথাযথভাবে অনুসরণ করার অনুরোধ করা হলো।

আরও পড়ুন

×