ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

সমকালে প্রতিবেদনের পর সহায়তা পেলেন মানুষের হাটের ২৫ দিনমজুর

সমকালে প্রতিবেদনের পর সহায়তা পেলেন মানুষের হাটের ২৫ দিনমজুর

সহায়তা পাওয়া দিনমজুরদের একাংশ - সমকাল

ফরিদপুর অফিস

প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৩ | ১৫:৩২ | আপডেট: ১৮ এপ্রিল ২০২৩ | ১৫:৩৩

বিক্রি হইতে আসছি, দাম পাই না’ শিরোনামে সমকালে গত ৬ এপ্রিল প্রকাশিত ‘মানুষের হাট’ নিয়ে প্রতিবেদন নজরে আসায় ২৫ দিনমজুরকে সহায়তা দিয়েছেন লন্ডন প্রবাসী মিজানুর রহমান মিজান।

মঙ্গলবার ফরিদপুর সদর উপজেলার হল রুমে এক অনুষ্ঠানে নিজের প্রতিষ্ঠিত জাস্ট হেল্প ফাউন্ডেশনের মাধ্যমে এ সহায়তা দেন তিনি। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটন ঢালী সংগঠনের পক্ষে ১০ দিনের মজুরি হিসেবে বিভিন্ন জেলা থেকে আসা দিনমজুরদের হাতে ১ লাখ ২৫ হাজার টাকা তুলে দেন।

এ সময় সদর উপজেলা প্রকল্প কর্মকর্তা নুরুন্নাহার বেগম, সমকাল ফরিদপুর অফিসের স্টাফ রিপোর্টার হাসানউজ্জামান, জেলা প্রতিনিধি রাশেদুল হাসান কাজল, চ্যানেল২৪-এর ক্যামেরাপারসন মো. রুবেল প্রমুখ উপস্থিত ছিলেন।

সহায়তা পেয়ে খুশি মো. হাসান বলেন, ‘স্ত্রী ও তিন মেয়ে রয়েছে। কাজের সন্ধানে ফরিদপুরে আইছি, কাজ পাই নাই। ঈদের কেনাকাটা কীভাবে করব, ভেবে না পেয়ে মন খারাপ করে বসেছিলাম। হঠাৎ এক সাংবাদিক ডেকে এনে আমাগো টাকা দিলেন। আল্লাহর কাছে লন্ডন প্রবাসী মিজান ভাইয়ের সুস্থতা কামনা করি।’

দিনমজুরদের হাতে সহায়তার অর্থ তুলে দেন সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা

ইউএনও লিটন ঢালী বলেন, ‘লন্ডনে থেকেও দেশ, মা-মাটির কথা ভুলে যাননি মিজানুর রহমান। পত্রিকার খবর পড়ে ব্যথিত হয়ে দিনমজুর ভাইদের অর্থ সহায়তা দিলেন। সমাজের সামর্থ্যবানদের এভাবেই অসহায়দের পাশে দাঁড়ানো উচিত।’

লন্ডন থেকে মোবাইল ফোনে জাস্ট হেল্প ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মিজানুর রহমান বলেন, ‘ফরিদপুরে মানুষের হাটের খবর আমাকে ব্যথিত করে। এ হাটে মানুষ শ্রম বেচতে এসেও সঠিক মজুরি পান না। ঈদে আমরা উৎসব করব, তাঁরা পারবেন না– বিষয়টি খুব নাড়া দেয়। তাই তাঁদের জন্য ঈদ উপহার হিসেবে সহায়তা দিয়েছি।’

তিনি আরও বলেন, ‘লন্ডনভিত্তিক জাস্ট হেল্প ফাউন্ডেশন ১৭ বছর ধরে বাংলাদেশ, ভারত ও শ্রীলঙ্কায় অসহায় এবং সুবিধাবঞ্চিতদের সেবায় কাজ করছে। এ পর্যন্ত প্রায় ৫০ হাজার মানুষকে নানাভাবে সহায়তা দিয়েছে।’

আরও পড়ুন

×