ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

শোলাকিয়ায় ঈদের নামাজ আদায়ে রাতেই চলে আসছেন মুসল্লিরা

শোলাকিয়ায় ঈদের নামাজ আদায়ে রাতেই চলে আসছেন মুসল্লিরা

ছবি: সমকাল

কিশোরগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২১ এপ্রিল ২০২৩ | ১৭:৩৮ | আপডেট: ২১ এপ্রিল ২০২৩ | ১৭:৩৮

দেশের ঐতিহ্যবাহী প্রাচীন ঈদগাহ শোলাকিয়ার আকর্ষণ দেশব্যাপী। প্রতি বছরই দেশের বিভিন্ন জেলা থেকে হাজার হাজার মুসল্লি এখানে ঈদুল ফিতরের নামাজ আদায় করতে আসেন। ঈদের দিন ভোরবেলা থেকে রিজার্ভ বাসসহ বিভিন্ন যানবাহনে আসতে থাকেন হাজার হাজার মুসল্লি। এবার ঈদের একদিন আগেই চলে এসেছেন মুসল্লিরা।

আগামীকাল ঈদের নামাজ পড়তে আজ রাতেই চলে আসা কয়েকজন বৃদ্ধ জানান, তারা পাকিস্তান আমল থেকে এখানে ঈদুল ফিতরের নামাজ পড়তে আসছেন। একজন আসতেন তার দাদার সঙ্গে। দাদা বেঁচে নেই। তিনি নিজেই এখন বৃদ্ধ। তিনি করোনাকালীন সময় বাদ দিয়ে এখন আবার নিয়মিত।

নারায়ণগঞ্জ পৌর এলাকার শহীদনগরের মুদি ব্যবসায়ী শহীদ মিয়া (৬৫) বৃহস্পতিবার রাতেই চলে এসেছেন। নারায়ণগঞ্জ শহরের আলহাজ্ব সিরাজ মণ্ডল (৬৫) জানালেন, তিনি এখানে ৪৯ বছর ধরে নামাজ পড়তে আসছেন। তার দাদা ইলিম মাতব্বর ও দাদার বন্ধু আব্দুল পাঠান একসঙ্গে নিয়মিত শোলাকিয়ায় নামাজ পড়তে আসতেন। তিনিও দাদার সঙ্গে আসতেন। দাদা আর দাদার বন্ধু মারা গেছেন। কিন্তু সিরাজ মণ্ডল এখনও আসছেন। নারায়ণগঞ্জের রূপগঞ্জ এলাকার তোফাজ্জল মৌলাও (৭১) পাকিস্তান আমল থেকে আসছেন।

নরসিংদীর মনোহরদী এলাকার হারুন-অর রশিদ (৭০) এবং রায়পুরা এলাকার জামাল উদ্দিন (৬৭) পাকিস্তান আমল থেকে এখানে নিয়মিত নামাজ পড়ছেন। তারা জানান, সেইসময় বাড়ি থেকে ১৫ টাকা নিয়ে আসলে কিছু টাকা ফেরত নিয়ে বাড়ি ফিরতেন। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর এলাকার রফিকুল ইসলাম (৬৫) আসছেন ২০ বছর ধরে। জামালপুর সদরের তোফাজ্জল হোসেন (৬০), শরাফত আলী (৬৫) ও মেহের আলী (৬৬) শোলাকিয়ার কথা শুনে এবারই প্রথম আসলেন। শেরপুরের নালিতাবাড়ির আব্দুর রউফ (৬৮) এখানে ১০ বছর ধরে নামাজ পড়তে আসছেন। কুমিল্লার চান্দিনার ফরিদ উদ্দিন (৩৬) এবার প্রথম আসলেন বিশাল জামাতে নামাজ আদায় করবেন। তারা জানান, এই বাগেজান্নাত মসজিদে এখন পর্যন্ত বিভিন্ন জেলার তিন শতাধিক মুসল্লি অবস্থান নিয়েছেন। অনেকেই কিশোরগঞ্জ শহর দেখতে বেরিয়েছেন। রাতে দেশের নানা প্রান্ত থেকে আরও প্রচুর মুসল্লি আসবেন।

এদিকে শোলাকিয়া ঈদগাহ মসজিদের ইমাম হাফেজ তাকরিম জানিয়েছেন, বিভিন্ন জেলার মুসল্লিরা প্রথমে ঈদগাহ মসজিদে এসেছিলেন। তাদেরকে পার্শ্ববর্তী বাগেজান্নাত মসজিদে পাঠানো হয়েছে। কারণ, রাতের বেলায় দেশের বিভিন্ন জেলা থেকে আরও প্রচুর মুসল্লি আসবেন। তাদেরকে শোলাকিয়া ঈদগাহ মসজিদে স্থান দেওয়া হবে। এ ছাড়াও শহরের বিভিন্ন মসজিদ, আবাসিক হোটেল এবং আত্মীয়স্বজনের বাসায়ও অনেক মুসল্লি অবস্থান নিয়েছেন।  

এদিকে ঈদগাহ কমিটির পক্ষ থেকে ঈদগাহ মসজিদ ও সীমানা প্রাচীরসহ পার্শ্ববর্তী রাস্তা মনোরম আলোকসজ্জায় সাজানো হয়েছে। নারী-পুরুষ নির্বিশেষে বহু মানুষ আজ ইফতারের পর থেকে ঈদগাহ দেখতে যাচ্ছেন। তবে বাড়তি নিরাপত্তার কারণে আগত দর্শকদের দায়িত্বরত আইন শৃংখলা বাহিনীর সদস্যদের জেরার মুখেও পড়তে হচ্ছে।

আরও পড়ুন

×