৮০ লিটার মদসহ ফলের দোকানদার আটক

৮০ লিটার মদসহ আটক করা হয় রবিউল ইসলামকে।
ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৩ | ০১:০২ | আপডেট: ২৬ এপ্রিল ২০২৩ | ০১:০৫
ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় একটি ফলের দোকান থেকে ৮০ লিটার বাংলামদসহ রবিউল ইসলাম (৫০) নামের একজনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার রাত ১০টার দিকে নিজের দোকান থেকে তাকে আটক করা হয়।
তিনি শহরের কাঞ্চননগর এলাকার ফজলুর রহমানের ছেলে। তার বিরুদ্ধে মামলা করে সদর থানায় সোপর্দ করা হয়েছে।
ঝিনাইদহ গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন উদ্দিন জানান, দীর্ঘদিন ধরে বাস টার্মিনাল এলাকায় নিজের ফলের দোকানে পচা আঙুর, কমলাসহ অন্যান্য ফল সংরক্ষণ করে তা দিয়ে বাংলা মদ তৈরি করত রবিউল। পরে এগুলো বিভিন্ন মাধ্যমে মানুষের কাছে বিক্রি করত- এমন তথ্যের ভিত্তিতে রাতে অভিযান চালায় গোয়েন্দা পুলিশ। সে সময় দোকানের বিভিন্ন স্থানে বোতল, বালতি ও অন্যান্য পাত্রে রাখা ৮০ লিটার মদ ও পচা ফল জব্দ করা হয়। পরে রবিউলকে আটক করে তার বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হয়।