ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

বন্যহাতির আক্রমণে আহত কৃষকের মৃত্যু

বন্যহাতির আক্রমণে আহত কৃষকের মৃত্যু

প্রতীকী ছবি

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি

প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৩ | ২০:৪৬ | আপডেট: ২৮ এপ্রিল ২০২৩ | ২০:৪৬

নালিতাবাড়ীতে বন্যহাতির আক্রমণে আহত কৃষক বিজয় সাংমার (৫২) মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে শেরপুর সদর হাসপাতালে তাঁর মৃত্যু হয়।

নিহত বিজয় সাংমা পোড়াগাঁও ইউনিয়নের পূর্বসমশ্চুড়া গ্রামের স্টিপেন মারাকের ছেলে। এর আগে ২৫ এপ্রিল রাতে মধুটিলা ইকোপার্কের পাশে বোরো ধানক্ষেত পাহারা দিতে গিয়ে বন্যহাতির আক্রমণে গুরুতর আহত হন তিনি।

নিহতের পরিবার জানায়, দীর্ঘদিন ধরে নালিতাবাড়ী উপজেলার সীমান্তবর্তী অঞ্চলে খাদ্যের সন্ধানে প্রায় ৪০-৫০টি বন্যহাতির দল বোরো ধানক্ষেতে তাণ্ডব চালিয়ে আসছে। এলাকার কৃষকরা ফসল রক্ষা করতে রাত জেগে ধানক্ষেত পাহারা দিচ্ছিল। গত মঙ্গলবার গভীর রাতে বন্যহাতির দলটি পোড়াগাঁও ইউনিয়নের পূর্বসমশ্চুড়া গ্রামের কৃষক বিজয় সাংমার বোরোক্ষেতে হানা দেয়। এ সময় বিজয় সাংমা ফসল রক্ষা করতে হাতির দলটিকে তাড়া করেন। তাড়া খেয়ে এক পর্যায়ে বন্যহাতির দলটি ক্ষুব্ধ হয়ে বিজয় সাংমার ওপর পাল্টা আক্রমণ করে। পরে তাঁকে শেরপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়।

ময়মনসিংহ বন বিভাগের মধুটিলা ফরেস্ট রেঞ্জ কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, নিহত আদিবাসী কৃষক বিজয় সাংমার পরিবারকে বন বিভাগের পক্ষ থেকে ৩ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খৃষ্টফার হিমেল রিছিল জানান, নিহত কৃষক বিজয় সাংমার পরিবারকে উপজেলা পরিষদের পক্ষ থেকে ২৫ হাজার টাকা নগদ আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। পরবর্তীতে আবেদনসাপেক্ষে বন বিভাগ থেকে আরও ৩ লাখ টাকা ক্ষতিপূরণ পাবে তাঁর পরিবার।

আরও পড়ুন

×