ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

সরকারি পুকুর ভরাট করে হকার্স মার্কেট

সরকারি পুকুর ভরাট করে হকার্স মার্কেট

গোবিন্দ আচার্য্য, সাভার

প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৩ | ১৮:০০ | আপডেট: ২৯ এপ্রিল ২০২৩ | ০৪:৩৯

সাভার বাজার বাসস্ট্যান্ডের নিউমার্কেটের বিপরীতে মাশরুম কেন্দ্রসংলগ্ন সরকারি পুকুরটির পরিমাণ ১১২ শতাংশ। আগে একবার উত্তরণ সমবায় ফাউন্ডেশন নামে একটি প্রতিষ্ঠানের কাছে এটি উপজেলা প্রশাসন লিজ দিয়েছিল। হঠাৎ সেখানে ‘সাভার হকার্স মার্কেট’ নামে সাইনবোর্ড টানিয়ে বালু ফেলে ভরাটের কাজ শুরু হয়েছে। অথচ জলাধার সংরক্ষণ আইন অনুযায়ী, এভাবে কোনো পুকুর, জলাশয়, নদী ও খাল ভরাট করা যাবে না।

অভিযোগ উঠেছে, স্থানীয় হকার্স লীগের নেতারা অন্তত অর্ধশত কোটি টাকার সরকারি পুকুরটি ভরাট করে মার্কেট তৈরির কাজ শুরু করেছেন। বাসস্ট্যান্ডের পাশেই ভরাটের কাজ চলছে পুরোদমে। সরকারি সম্পত্তি লিজ না নিয়েই বালু ফেলে ভরাট করার ব্যাপারে প্রশাসনের কোনো মাথা ব্যথা নেই। একটি প্রভাবশালী মহল হকার্স মার্কেট নির্মাণকে কেন্দ্র করে মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নেওয়ার পাঁয়তারা করছে বলে অভিযোগ উঠেছে।

নাম প্রকাশ না করার শর্তে ফুটপাতে বসা একাধিক হকার বলেন, পুকুর ভরাটের জন্য তাঁদের কাছ থেকে প্রতিদিন ২০ টাকা করে অতিরিক্ত চাঁদা আদায় করা হচ্ছে। এককালীন ২০ থেকে ৩০ হাজার টাকাও নেওয়া হয়েছে অনেকের কাছ থেকে। জানা গেছে, প্রশাসনের অনুমতি না নিয়েই সরকারি জায়গাটি হকার্স লীগের নেতারা ভরাট করছেন। এ জন্য তাঁরা এভাবে চাঁদা আদায় করছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ময়লা-আবর্জনা ফেলায় পুকুরের আংশিক ভরাট হয়ে গেছে। তবে মার্কেট নির্মাণ বা জায়গাটি ভরাট করার জন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে জায়গাটি লিজ দেওয়া হয়নি। এখন পুকুরের শ্রেণি পরিবর্তন করে জলমহালের তালিকা থেকে বাদ দেওয়ার জন্য স্থানীয় প্রশাসন উদ্যোগ নিয়েছে।

পুকুর ভরাটের বিষয়ে হকার্স লীগের সাভার শাখার সাধারণ সম্পাদক লিটন খান বলেন, স্থানীয় আওয়ামী লীগ নেতারা পুকুরটি ভরাট করে মার্কেট নির্মাণের উদ্যোগ নিয়েছেন। বাজার, বাসস্ট্যান্ড যানজটমুক্ত রাখার স্বার্থে এটি করা হচ্ছে। প্রশাসনও এতে সম্মতি দিয়েছে।

এ বিষয়ে সাভারের ইউএনও মো. মাজহারুল ইসলাম বলেন, পুকুরটি আংশিক ভরাট হয়ে গেছে। শ্রেণি পরিবর্তনসহ জলমহালের তালিকা থেকে বাদ দিয়ে খাসজমি করার প্রস্তাব পাঠানো হয়েছে জেলা প্রশাসকের কাছে। এর অনুমোদন হলে হকারদের লিজ দেওয়ার ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন

×