প্রদীপ হয়ে আলো বিলায়

সুনামগঞ্জে ফ্রি শিক্ষা সেমিনারে ক্লাস নিচ্ছেন বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী - সমকাল
পঙ্কজ দে, সুনামগঞ্জ
প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৩ | ০৪:২৪ | আপডেট: ২৯ এপ্রিল ২০২৩ | ০৪:২৭
সুনামগঞ্জ জেলার বাসিন্দা তাঁরা ১৩ জনই শিক্ষাসংগ্রামী। অভাব-অনটনের সংসারে খরচ চালাতে পড়ালেখার পাশাপাশি টিউশনি করেন। প্রত্যেকেই অধ্যয়নরত দেশের বিভিন্ন স্বনামধন্য পাবলিক বিশ্ববিদ্যালয়ে। রোজা ও ঈদের ছুটিতে বাড়ি এসে ঘরে বসে থাকেননি তাঁদের কেউ। তিন ইউনিয়নের প্রায় ২০০ শিক্ষার্থীকে বিনামূল্যে ১৫ দিন পড়ালেখা করিয়েছেন। ভবিষ্যতে এলাকার নতুন প্রজন্মের জন্য আরও ভালো কিছু করার বাসনা মনে।
সীমান্ত জনপদ হিসেবে পরিচিত সুনামগঞ্জ সদর উপজেলার সুরমা ও জাহাঙ্গীরনগর ইউনিয়নের বাসিন্দাদের বেশিরভাগই কিশোরগঞ্জ, কুমিল্লা, ময়মনসিংহসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে এসে বসতি স্থাপন করেছেন বহু আগেই। একসময় ওই অঞ্চলে শিক্ষার হার ছিল একেবারেই কম। তবে এখন সেই দুর্নাম আর নেই। ওখানকার গ্রামে গ্রামে শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে উঠেছে। চিকিৎসক, প্রকৌশলী, সাংবাদিকসহ, পুলিশ ও সিভিল প্রশাসনের মতো গুরুত্বপূর্ণ পেশায় নিয়োজিত অনেকেই।
স্থানীয় মতিউর রহমান কলেজে ২০ রমজান শুরু হয় তাঁদের ফ্রি শিক্ষা সেমিনার। কলেজের ইতিহাসের শিক্ষক মো. মাঈনুদ্দিন ও এক মেডিকেল কলেজের শিক্ষার্থীর সহযোগিতায় ওই সেমিনার আয়োজিত হয়। উদ্যোক্তারা জানান, এলাকার বিশ্ববিদ্যালয়পড়ুয়া অন্য শিক্ষার্থীরা যোগাযোগ রাখছেন। ভবিষ্যতে তাঁরাও এমন সেমিনারে অংশ নেবেন।
আয়োজনের অন্যতম উদ্যোক্তা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কাওসার আহমেদ জানান, গত বছর রমজানের ছুটিতে বাড়িতে আসার পর কিছু শিক্ষার্থী তাঁর কাছে পড়তে এসেছিল। সেখান থেকেই এ উদ্যোগের পরিকল্পনা। এবার রমজানের ছুটিতে এসে তাই এ সেমিনার আয়োজন করেছিলেন।
প্রথম দিকে নবম-দশম শ্রেণির ইংরেজি, গণিত এবং একাদশ ও দ্বাদশ শ্রেণির আইসিটি ও ইংরেজি বিষয়ে দুই ঘণ্টা করে ১৫ দিনের ফ্রি সেমিনার করার কথা ছিল। পরে অন্যান্য বিষয়েও ক্লাস নেওয়া হয়। গড়ে প্রায় ১৫০ জন শিক্ষার্থী উপস্থিত ছিল ক্লাসে।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আহমেদ কবির হৃদয় জানান, আর্থিক সংকটের কারণে এলাকার শিক্ষার্থীদের প্রাইভেট পড়ার সুযোগ কম। ফ্রি সেমিনার করার ঘোষণা দেওয়ায় ব্যাপক সাড়া মিলেছে। এলাকার শিক্ষার্থীদের আগ্রহ দেখে অন্যরাও আয়োজনে অংশ নেন।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সরোয়ার হোসেন শাওন বলেন, আমরা যখন এই এলাকা থেকে পড়াশোনা করেছি, তখন অনেক সুযোগই ছিল না। বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পরও প্রশ্ন করতে সাহস করতাম না। আমাদের চেষ্টা থাকবে আমাদের ছোট ভাইবোনেরা যাতে এমন সমস্যায় না পড়ে।
ফ্রি সেমিনার শুরুর দিন থেকেই এখানে এসে অংশ নিচ্ছে মঙ্গলকাটার সুনামগঞ্জ সরকারি কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী শুভ রহমান। সে জানায়, আইসিটি ও ইংরেজির প্রতিটি ক্লাসই ভালো লেগেছে তাদের। ক্লাসে তারা বেশি বেশি প্রশ্ন করেছে, উত্তরে সেটি ভালো করে বুঝিয়ে দুর্বলতাগুলো ধরিয়ে দিয়েছেন বড় ভাইয়েরা।
নানা প্রতিবন্ধকতা পেরিয়ে এগিয়ে যাওয়া জেলার এই তরুণরা নিজেরা যে কষ্ট করেছেন, পরবর্তী প্রজন্ম যেন সেই কষ্ট না পায়, সে লক্ষ্যেই তাঁদের এই আয়োজন।
- বিষয় :
- স্বেচ্ছাশ্রম
- ফ্রি শিক্ষা সেমিনার