গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বজনদের দাবি হত্যা

প্রতীকী ছবি
সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
প্রকাশ: ০৪ মে ২০২৩ | ০৪:১৪ | আপডেট: ০৪ মে ২০২৩ | ০৪:১৭
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় খাদিজা বেগম (২৫) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সন্ধ্যায় গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়।
তবে নিহত গৃহবধূর বাবার অভিযোগ, স্বামী আশরাফুল ইসলাম শ্বাসরোধ করে খাদিজাকে হত্যা করেছেন।
ঘটনার পর থেকে গৃহবধূর স্বামী আশরাফুল ও তার মা আদুরি বেগম পলাতক রয়েছেন। আশরাফুল ওই গ্রামের মোকলেছুর রহমানের ছেলে।
আশরাফুল একজন ইটভাটা শ্রমিক। স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া হতো। বুধবার সন্ধ্যায় তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। এর একপর্যায় স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা করেন বলে অভিযোগ ওঠে স্বামী আশরাফুলের বিরুদ্ধে। খবর পেয়ে ঘটনাস্থলে গৃহবধূ খাদিজার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
খাদিজার বাবা আব্দুল খালেক জানান, তার মেয়েকে আশরাফুল শ্বাসরোধ করে হত্যা করেছেন। বিয়ের পর থেকে আশরাফুলে জুয়া খেলা নিয়ে তাদের মধ্যে বিরোধ চলে আসছিল। এ হত্যার সুষ্ঠু বিচার দাবি করছি।
সুন্দরগঞ্জ থানার ওসি কেএম আজমিরুজ্জামান জানান, পুলিশ সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে এবং মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ নিয়ে নিহতের বাবা থানায় অভিযোগ দিয়েছেন। পুলিশ এ ঘটনায় আইনি পদক্ষেপ গ্রহণ করবে।
- বিষয় :
- গাইবান্ধা
- গৃহবধূর মরদেহ
- উদ্ধার
- শ্বাসরোধ